মুম্বই: জমির অধিকার, সেচব্যবস্থা ও বনাধিকারসহ একাধিক দাবিকে সামনে রেখে হাজার হাজার কৃষক ও আদিবাসী নাসিক থেকে হেঁটে মুম্বইয়ের দিকে ‘লং মার্চ’ শুরু করেছেন। মঙ্গলবার মহারাষ্ট্র সরকার আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অল ইন্ডিয়া কিষান সভা (এআইকেএস)-এর নেতৃত্বে এই মিছিল শুরু হয় রবিবার। গত দু’দিনে প্রায় ৬০ কিমি পথ পেরিয়ে মঙ্গলবার সকালে তাঁরা কাসারা ঘাট দিয়ে নামতে শুরু করেন। প্রাক্তন বিধায়ক জে পি গাভিতের দাবি, আন্দোলনের ব্যাপকতা ও সংবাদমাধ্যমে প্রচারের কারণেই রাজ্য সরকার আলোচনায় বসতে রাজি হয়েছে।