আমেদাবাদ: জঙ্গি যোগের সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। অভিযুক্ত ফাইজান শেখ পেশায় দর্জি। বয়স ২২। এটিএস সূত্রে খবর, উত্তরপ্রদেশের রামপুর জেলার ডুন্ডাওয়ালা গ্রামের বাসিন্দা ফাইজান থাকত গুজরাতের নভসারিতে। রবিবার তার থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এটিএস ডিআইজি সুনীল যোশী জানান, জয়েশ ও আল-কায়েদার মতাদর্শে প্রভাবিত হয়ে ফাইজান নির্দিষ্ট একটি গোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়াতে হত্যাকাণ্ডের ছক কষছিল। মোহাম্মদ আবু বকরের মতো জঙ্গির সঙ্গে যোগাযোগ রাখত সে।