• সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাজনীতি, সামনের সারিতে নীতিন নবীন, পিছনে রাহুল-খাড়্গে
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণতন্ত্রের সেলিব্রেশনেও বাদ গেল না রাজনীতি। পণ্ডিত জওহরলাল নেহরু একসময় বিরোধী দলনেতা অটলবিহারী বাজপেয়িকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রিমিয়ার ক্রুশ্চেভের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, এই ছেলে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে দেখবেন। সেখানে সেই বাজপেয়ির দলের সরকার চালানো নরেন্দ্র মোদির সৌজন্যবোধের অভাব নিয়ে উঠল অভিযোগ। সোমবার দেশের ৭৭ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গেকে হেয় করা হয়েছে বলেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে। কংগ্রেস আর বিজেপি, দুই নেতৃত্বের সৌজন্যের ফারাক নিয়ে সমালোচনায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়াও।২৬ জানুয়ারি কর্তব্যপথের প্যারেড অনুষ্ঠানে সামনে সারিতে দেখা গিয়েছে সস্ত্রীক কেন্দ্রীয় মন্ত্রীদের। সেটাই রীতি। কিন্তু সরকারি বা সাংবিধানিক কোনও পদাধিকারী না হয়েও ভিআইপি দর্শকাসনের প্রথম সারিতে যেখানে বিজেপির নব নির্বাচিত সভাপতি নীতিন নবীন, সেখানে রাহুল, খাড়্গের মতো দু‌ই বিধিসম্মত  পদাধিকারীর বসার জায়গা হয়েছিল তৃতীয় সারিতে।একইভাবে সোমবার বিকালে রাষ্ট্রপতি ভবনেও প্রধানমন্ত্রী এবং সাধারণতন্ত্র দিবসে আগত বিদেশি অতিথিদের (ইউরোপিয়ান ইউনিয়নের দুই শীর্ষ পদাধিকারী) টেবিলেও বসতে দেওয়া হয়নি রাহুল, খাড়্গেকে। এমনকী সরকারের পক্ষ থেকে কেউ তাঁদের সঙ্গে সংসদের দুই ঩বিরোধী দলনেতার পরিচয়ও করিয়ে দেননি। কার্যত রাহুল, খাড়্গেকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ। তবে সৌজন্য বজায় রাখতে খাড়্গে, রাহুলকে সঙ্গে করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করিয়েছেন। তখন রাষ্ট্রপতি উঠে দাঁড়াতে চাইলেও, পাশে থাকা মোদি ওঠেননি।বিদেশি অতিথিদের সামনে মোদি সরকারের এই আচরণের প্রবল সমালোচনা করেছেন খাড়্গে। তিনি বলেন, এ শুধু আমাদের অপমান নয়। কংগ্রেসকে অপমান। পালন হচ্ছে গণতন্ত্র দিবস। এভাবে বিরোধী দলের অপমানের দৃশ্য গোটা দেশ দেখছে। রাষ্ট্রপতি ভবনে ‘অ্যাটহোম’ অনুষ্ঠানে আগত অতিথিদের অসমের উত্তরীয় পরানো হয়েছিল। রাহুল তা পরলেও পরে হাতে নেন। আর তা নিয়েই বিজেপি পালটা সমালোচনা করেছে। প্রশ্ন তুলেছে উত্তর-পূর্বকে অপমান করেছেন রাহুল। জবাবে খাড়্গে বলেছেন, সবার আগে অশান্ত মণিপুরে শান্তির লক্ষ্যে কে গিয়েছিল? মোদি না রাহুল, বিজেপি আগে তার জবাব দিক।
  • Link to this news (বর্তমান)