বিধানসভা ভোটের ফল দেখেই টিকিট এমপিদের, সিদ্ধান্ত কেন্দ্রীয় বিজেপির
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় কোন কোন দলীয় এমপির টিকিট মিলবে? ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই তা চূড়ান্ত করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে, বঙ্গ বিজেপির প্রত্যেক সাংসদকে রাজ্যের অন্তত ১০টি বিধানসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত একটি লোকসভা কেন্দ্রের আওতায় সাতটি বিধানসভা আসন থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলীয় এমপির দায়িত্বে ওই সাতটি আসন তো থাকছেই। তার সঙ্গেই যুক্ত হচ্ছে আরও অন্তত তিনটি করে বিধানসভা কেন্দ্র। দলীয় সূত্রে জানানো হয়েছে, সেই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। মাসকয়েকের মধ্যেই বঙ্গ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য বিধানসভা ভোটে সব দলীয় বিধায়ককে টিকিট দেওয়া হবে না। এবার তিন বছর পরের লোকসভা নির্বাচনের ‘লক্ষ্যমাত্রা’ও কার্যত স্থির করার বিষয়কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির অন্দরের ব্যাখ্যা, যেসব বিধানসভা আসনে ফল খারাপ হবে, তার দায় নিতে হবে দলীয় এমপিকে। ধরে নেওয়া হবে, ওই বিজেপি সাংসদ নিজের এলাকাতেও ঠিকমতো সময় দিতে পারেননি। ফলে পুরোটাই বিচার্য হবে লোকসভায় টিকিট প্রাপ্তির ক্ষেত্রে।