• বর্ধমান রোড উড়ালপুল ঘিরে তৃণমূল-বিজেপির তরজা,ভোটের মুখে দুই ফুলের বাগযুদ্ধে সরগরম শিলিগুড়ির রাজনীতি
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার উন্নয়ন নিয়ে অসহযোগিতা! অর্থনৈতিক অবরোধ, এসআইআরের নামে হয়রানির পর শিলিগুড়িতে উড়ালপুল নির্মাণ নিয়ে অসযোগিতার করছে বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার বর্ধমান রোডে উড়ালপুলের নির্মাণ কাজ পর্যালোচনার পর রেলের বিরুদ্ধে এমন অভিযোগ করেন মেয়র গৌতম দেব। এর বিরুদ্ধে মেয়রকে পাল্টা ‘ধাপ্পাবাজ’ বলে কটাক্ষ পদ্ম শিবিরের। বিধানসভা ভোটের মুখে দু’পক্ষের এমন বাগযুদ্ধ ঘিরে স্থানীয় রাজনীতি সরগরম। এদিকে, সংশ্লিষ্ট প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে নাগরিকদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, নির্মীয়মাণ সংশ্লিষ্ট প্রকল্প মেগা টিবি সিরিয়ালকেও হার মানাবে।শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে বর্ধমান রেড অন্যতম। প্রায় ৮ বছর আগে এশিয়ান হাইওয়ের সঙ্গে হিলকার্ট রোডের যোগাযোগ ব্যবস্থা সুগম করতে বর্ধমান রোডের ওপর উড়ালপুল নির্মাণের উদ্যোগ নেয় রাজ্য সরকার। এদিন সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণ কাজ নিয়ে পুরসভায় পর্যালোচনা করা হয়। সভায় মেয়র ও পুরসভার আধিকারিকরা ছাড়াও পূর্তদপ্তরের উত্তরবঙ্গ কনস্ট্রাকশন ডিভিশনের ইঞ্জিনিয়ার এবং রেলে ইঞ্জিনিয়াররা ছিলেন।সভার পর ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে পাশে বাসিয়ে মেয়র বলেন, সংশ্লিষ্ট উড়ালপুলের নির্মাণ কাজ নিয়ে বহুবার রেলের সঙ্গে বৈঠক হয়েছে। নির্বাচনের আগে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হোক তা চায় না রেল। তাই ইচ্ছা করে প্রকল্পটির নির্মাণ কাজের জন্য ব্লক নিতে চাইছে না ওরা।এই ইস্যুতে তৃণমূল সুর আরও চড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বেদব্রত দত্তের বক্তব্য, আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে অর্থনৈতিক অবরোধ করেছে কেন্দ্র। এখন এসআইআরের নামে আমজনতাকে হয়রানি করছে। এবার উড়ালপুল নির্মাণে অসহযোগিতার দৃষ্টান্ত সৃষ্টি করল বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার। তাঁর তোপ, নির্মীয়মাণ সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে রেলমন্ত্রকের মাধ্যমে রাজনীতি করছে বিজেপি। ভোটের ময়দানে ওরা এর জবাব পাবে।সংশ্লিষ্ট প্রকল্পের কাজ স্বাভাবিক গতিতেই চলছে বলে রেলমন্ত্রক দাবি করেছে। রেল সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের মাত্র ৫১ মিটার অংশে তারা নির্মাণ কাজ করবে। দু’মাস আগে তাদেরকে সংশ্লিষ্ট এলাকা হস্তান্তর করে রাজ্য। এরপর রেল ৩১ মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নির্ধারণ করে। নির্ধারিত ওই সময়ের ম঩ধ্যেই ওই অংশের নির্মাণ কাজ শেষ হবে। এনিয়ে পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন বলেন, মেয়র ‘ধাপ্পা’ দিয়ে নাগকিরদের বোকা বানাতে চাইছেন। উনি খোঁজখবর না নিয়ে রেলের বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ করছেন। এই ইস্যুতে বিজেপি নেতা তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, এখানে উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ তৃণমূল। ভোটের মুখে নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে তৃণমূল আসাঢ়ে গল্প বানাচ্ছে।প্রসঙ্গত, ২০১৮ সালে বর্ধমান রোডে উড়ালপুল নির্মাণের শিলান্যাস করে রাজ্য সরকার। ঝঙ্কারমোড় থেকে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত উড়ালপুলটি লম্বা। এটির দৈর্ঘ্য প্রায় ১.১ কিমি। প্রথমে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয় ৪৪ কোটি  ৮৫ লক্ষ টাকা। কোভিড মহামারী সহ বিভিন্ন কারণে প্রকল্পটি থমকে ছিল। এরজেরে প্রকল্প ব্যয় বেড়ে  দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭৫ লক্ষ টাকা। যারমধ্যে রেল লাইনের উপর ৫১ মিটার অংশের নির্মাণ কাজের জন্য রেল কর্তৃপক্ষকে ১৪ কোটি ৬২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে রাজ্য সরকারের দাবি। মেয়র বলেন, পূর্তদপ্তরের উড়ালপুলের নির্মাণ কাজ শেষ করেছে। এখন তারা রংকরবে। নির্মীয়মাণ প্রকল্পের নীচে ‘ওয়াকিং’ ও ‘প্লেয়িং’ জোন, দোকান, পার্কিং জোন প্রভৃতি তৈরি করা হবে।• নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)