নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তারআগেই দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গেল শিলিগুড়িতে। মঙ্গলবার দেওয়াল লিখন দিয়ে বিধানসভা নির্বাচনের ময়দানে নেমে পড়লেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। এদিন সকালে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় দলের টাউন-২ ব্লকের কর্মীরা প্রচার শুরু করলেন। প্রার্থীর নাম না লিখে দলীয় প্রতীক এঁকে দেওয়াল দখল শুরু হল। নেতৃত্বে ছিলেন শহরের টাউন-২ ব্লকের সভাপতি প্রমীত দেব।তৃণমূল নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডে কংগ্রেসের সুজয় ঘটক প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে থাকেন। কংগ্রেসের এই কঠিন সময়েও শিলিগুড়ি পুরসভা নির্বাচনে বারংবার ওই ওয়ার্ড থেকে কংগ্রেস জয়লাভ করেছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, পুরসভা ও বিধানসভা নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কাজেই দুই নির্বাচনকে একই জায়গায় রেখে বিচার করা সঠিক হবে না। পুরসভা নির্বাচনে মানুষ প্রতীককে নয়, স্থানীয় গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বেছে নিয়ে থাকে। তবে, বিধানসভার ক্ষেত্রে সেই অংক রাজ্যের নিরিখে হয়ে থাকে। সেই কারণে দুই নির্বাচনকে গুলিয়ে ফেলাও ঠিক হবে না।টাউন-২ ব্লকের সভাপতি প্রমীত দেব বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ফের একবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গী থাকবেন রাজ্যের মানুষ। আমরা তাঁর দলের সৈনিক হিসাবে এদিন থেকে দেওয়াল লিখনের মাধ্যমে লড়াইয়ের ময়দানে নেমে পড়লাম।১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার সুজয় ঘটক বলেন, নির্বাচনী লড়াইয়ে যে কোনও দলেরই দেওয়াল লিখন দিয়ে শুরু করার অধিকার রয়েছে। তা নিয়ে আলাদা করে কিছু আমার বলার নেই। • নিজস্ব চিত্র।