সংবাদদাতা, নকশালবাড়ি: সোমবার রাতে খড়িবাড়ির পাটারামজোতে ট্রান্সফর্মার ভেঙে তামার তার, কয়েল এবং অন্যান্য যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠল। যারফলে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। মঙ্গলবার কৃষিজমিতে জলসেচ দিতে গিয়ে সমস্যায় পড়েন চাষিরা।খড়িবাড়ির পাটারামজোতে জলসেচের পাম্প হাউসের পাশে ট্রান্সফর্মার রয়েছে। সেখানকার পাম্পহাউস থেকে প্রায় ১০ একর কৃষিজমিতে সেচের জল সরবরাহ হয়। তবে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে চুরি হল ট্রান্সফর্মারের যন্ত্রাংশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে এদিন সকালে খড়িবাড়ি বিদ্যুৎ বণ্টন দপ্তর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে বিদ্যুৎ দপ্তরের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় কৃষক নির্মল বর্মন বলেন, সোমবার সন্ধ্যায় পাম্প চালিয়ে জমিতে জলসেচ করা হয়েছে। রাতেই চুরির ঘটনাটি ঘটেছে। এদিন সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা না থাকায় চুরির বিষয়টি গ্রামবাসীদের নজরে এসেছে। গ্রামবাসীর দাবি, যারা ট্রান্সফর্মার থেকে যন্ত্রাংশ চুরি করেছে তারা এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধহস্ত। ট্রান্সফর্মারটি দ্রুত মেরামত না হলে গ্রামে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবে বলে দাবি স্থানীয়দের।খড়িবাড়ি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ দত্ত বলেন, ট্রান্সফর্মার খুলে তামার তার, কয়েল, তেল এবং অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে কিছু সময় লাগবে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু করেছি। আমরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। খড়িবাড়ি থানার ওসি অনুপ বৈদ্য বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।