• গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল প্রেমিক তিনদিন পর মৃত্যু যুবতীর
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: টানা তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রাক্তন প্রেমিকের হাতে অগ্নিদগ্ধ যুবতীর মৃত্যু হল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার বয়স ২৪ বছর। তাঁর বাড়ি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটায়। এদিকে, গত শুক্রবারই পুলিশ অভিযুক্ত সরিফুল আলমকে গ্রেপ্তার করেছে। যুবতীর মৃত্যুর পর তার বিরুদ্ধে এবারে খুনের মামলা দায়ের করতে যাচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশ। মঙ্গলবার যুবতীর দেহের ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।জলপাইগুড়ির পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ওই অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করার পরে এবারে খুনের মামলাও দায়ের করা হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে কয়েকবছর আগে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর। সম্পর্কে থাকার সময়েই অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে অভিযুক্ত। বিষয়টি জানতে পেরে যুবতী সেই সম্পর্কে ইতি টানেন। অভিযোগ, এরপর থেকে বেশ কয়েকমাস যুবতীর পথে আসেনি সরিফুল। এদিকে, বাবার মৃত্যুর পর সংসার চালাতে বেসরকারি সংস্থায় কাজ শুরু করেন ওই যুবতী। এরইমধ্যে গতবছরের মাঝামাঝি সময়ে আচমকা ফের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার প্রস্তাব দেয় অভিযুক্ত। অভিযোগ, সম্প্রতি কাজ থেকে ফেরার সময়ে জোর করে তুলে নিয়ে গিয়ে রাজগঞ্জের একটি পরিত্যক্ত জায়গায় তাঁকে ধর্ষণ করে। তবে বিষয়টি নিয়ে প্রতিবাদ করে রীতিমতো থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। জেল হেফাজত থেকে ফেরার পর থেকে ওই যুবতীর ওপর নজর রাখছিল প্রাক্তন প্রেমিক। অভিযোগ ঘটনার রাতে বাড়ি থেকে যুবতীকে ডেকে পাঠায় অভিযুক্ত। বাড়ির বাইরে বের হতেই তাঁকে বাড়ির থেকে ২০০ মিটার দূরে নিয়ে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপর নিজের কুকীর্তি ঢাকতে এক নিকটাত্মীয়ের সঙ্গে শিলিগুড়ির একাধিক নার্সিংহোমে ঘোরার পরে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়।অন্যদিকে, যুবতীকে না পেয়ে তাঁর খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। পরে পুলিশের মদতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যুবতীকে খুঁজে পান তাঁরা। এরপর থেকেই সেখানেই চিকিৎসা চলছিল যুবতীর। তাঁর মৃত্যুর খবরে সন্ন্যাসীকাটায় শোকের ছায়া নেমে এসেছে।
  • Link to this news (বর্তমান)