সংবাদদাতা, জঙ্গিপুর: গভীর রাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ যুবতী। সেইসঙ্গে বাড়ির বারান্দায় দেখা গেল রক্তের দাগ। রবিবার গভীর রাতে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরের চাঁদনিদহ গ্রামে এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ যুবতী নাম সারিনা খাতুন। অবিবাহিতা সারিনা বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। স্থানীয়দের দাবি, তিনি কবিরাজি গাছগাছড়া বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন। নিখোঁজ হওয়ার ৪৮ঘণ্টা পরও তাঁর হদিস না মেলায় বাবা-মা ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন। সারিনার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। বাড়ির বারান্দায় রক্তের দাগ থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ওই যুবতী এর আগেও একাধিকবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন। ঝাড়ফুঁক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জেলও খেটেছিলেন। তাঁর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। ঝাড়ফুঁক করার কারণেই বারান্দায় রক্ত পড়ে থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।যুবতীর মায়ের দাবি, রবিবার রাত দেড়টা অবধি মেয়ে ঘরেই তাঁর সঙ্গে ঘুমিয়ে ছিল। পরে ঘুম থেকে উঠে তিনি আর মেয়েকে দেখতে পাননি। বাইরে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। ঘরের বাইরে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখে তাঁরা ভয় পেয়ে যান। মেঝেতে চাপ চাপ রক্ত জমাট বেঁধেছিল। যুবতীর মা-বাবার চিৎকারে স্থানীয়রা এসে জড়ো হন। এলাকার লোকজনও এদিক-ওদিক খোঁজ করেন। কিন্তু সারিনার সন্ধান মেলেনি।নিখোঁজ যুবতীর মা জাহেরা বিবি বলেন, রাতে মেয়ে আমার পাশেই শুয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি, সে নেই। কবিরাজি গাছগাছড়া বিক্রি করে মেয়ে ভালো টাকা রোজগার করত। সেকারণে কেউ হিংসা করে ওকে খুন করতে পারে। পুলিশ তদন্ত করে দেখুক।সূত্রের খবর, ওই যুবতী ঔষধি গাছগাছড়া বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক, তুকতাক করতেন। তাঁর বিরুদ্ধে এলাকায় ঝাড়ফুঁকের নামে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। কিছুদিন আগে এমনই অভিযোগের ভিত্তিতে তাঁকে জেলে যেতে হয়েছিল। বাড়ির সামনে গ্রামে কৌতূহলী মানুষের ভিড়। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র