দীর্ঘ আন্দোলনের জের, দাঁতন স্টেশনে দাঁড়াবে জগন্নাথ এক্সপ্রেস, খুশির হাওয়া
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, বেলদা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রেলের তরফে মিলল চূড়ান্ত সবুজ সংকেত। আগামী ৩১ জানুয়ারি থেকে দাঁতন স্টেশনে ফের থামতে শুরু করবে হাওড়-পুরী (অধুনা শালিমার-পুরী) জগন্নাথ এক্সপ্রেস। মঙ্গলবার, ২৭ জানুয়ারি রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে এই নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি রেল একটি প্রাথমিক নোটিস দিয়ে স্টপের কথা জানালেও ঠিক কবে থেকে ট্রেনটি দাঁতনে দাঁড়াবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। নতুন এই ঘোষণায় খুশির মেজাজ দাঁতনজুড়ে।প্রায় চার দশক ধরে জগন্নাথ এক্সপ্রেস দাঁতন স্টেশনে দাঁড়িয়েছে। কিন্তু অতিমারী করোনার সময় হঠাৎ করেই সেই স্টপ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পুরীগামী পর্যটক— সকলেই চরম সমস্যায় পড়েন। স্টপ পুনরায় চালুর দাবিতে বিগত কয়েক বছর ধরে সরব ছিলেন আপামর দাঁতনবাসী। দফায় দফায় আন্দোলন ও ডেপুটেশনের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল। এলাকাবাসীর বক্তব্য, এই সাফল্য তাঁদের দীর্ঘ লড়াই ও সংহতির জয়। স্থানীয় মানুষের এই ন্যায়সঙ্গত দাবির কথা লোকসভায় জোরালোভাবে তুলে ধরেছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। রেলমন্ত্রীর কাছে দাঁতনের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির আর্জি জানিয়েছিলেন তিনি। তখন বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন রেলমন্ত্রী।রেলের এই সিদ্ধান্তে সাংসদের ঐকান্তিক প্রচেষ্টার কথা মানছেন বাসিন্দারা। দাঁতনবাসীর দাবি, সাংসদ ও রেল কর্তৃপক্ষের সক্রিয় তৎপরতায় তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি অবশেষে দূর হতে চলেছে।জগন্নাথ এক্সপ্রেসের স্টপ ফেরার পাশাপাশি দাঁতনবাসীর এখন অন্যতম প্রধান দাবি হল বাঁকীবাজার লেভেল ক্রসিংয়ে একটি আন্ডারপাস নির্মাণ। রেল গেটের যানজটে নাজেহাল সাধারণ মানুষ দ্রুত এই কাজ শুরুর আবেদন জানিয়েছেন। সাংসদ জুন মালিয়া ইতিপূর্বে আশ্বাস দিয়েছেন যে, এই আন্ডারপাসের কাজও যাতে দ্রুত শুরু হয়, তার জন্য তিনি সচেষ্ট। সব মিলিয়ে জগন্নাথ এক্সপ্রেস ফেরার খবরে এখন দাঁতনে উৎসবের মেজাজ।-নিজস্ব চিত্র