• ভুটানের কালীখোলায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের ভুটানঘাটের গা ঘেঁষেই ভুটানের কালীখোলা। সেই কালীখোলার জঙ্গলেই ফের একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই বাঘের ছবি ভাইরাল হতেই উচ্ছ্বসিত বক্সার আধিকারিকরা।গত ১৫ জানুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় একটি দক্ষিণারায়ের ছবি উঠেছিল। তারপর একাধিকবার বক্সার পশ্চিম ডিভিশনের জঙ্গলে থাকা ওই বাঘটির ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। একবার তো পশ্চিম ডিভিশনে থাকা বাঘটির পুরো দেহের ছবি ট্র্যাপ ক্যামেরায় উঠেছিল। বনদপ্তর সেই ছবি প্রকাশ্যেও এনেছিল। এবার ভুটানঘাটের পাশে ভুটানের কালীখোলায় অন্য একটি বাঘের দেখা মিলল। তাহলে কি বক্সার দুই প্রান্তে দু’টি বাঘের আনাগোনা শুরু হয়েছে?এই সত্যতা যাচাই করে দেখতে মঙ্গলবার সকাল থেকে বনকর্মীরা পূর্ব ডিভিশনে বাঘের খোঁজে তল্লাশিতে নামেন। কিন্তু অন্ধকার নেমে আসায় এদিন সেই তল্লাশি বন্ধ রাখে বনদপ্তর। আজ, বুধবার ফের পূর্ব ডিভিশনে সেই বাঘটির খোঁজে তল্লাশি চালাবে বনদপ্তর। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কালীখোলা দেখা পাওয়া বাঘটি আকারে একটু ছোট। তুলনায় পশ্চিম ডিভিশনে ট্র্যাপ ক্যামেরায় বন্দি হওয়া বাঘটির ছবি ছিল বড় আকারের।  বক্সা ব্যাঘ্র প্রকল্পের আয়তন ৭৬০ বর্গ কিমি। ২০২১ ও ২০২৩ সালে বক্সার জঙ্গল বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি উঠেছিল। তারপর চলতি বছরের ১৫ জানুয়ারি বক্সার পশ্চিম ডিভিশনের জঙ্গলে ফের বাঘের ছবি উঠে এসেছে ট্র্যাপ ক্যামেরায়।
  • Link to this news (বর্তমান)