কালনার দুই বাসিন্দা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান সাঁওতাল সাহিত্যে রবিলাল, তাঁতশিল্পে জ্যোতিষ
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, কালনা: স্বাধীনতার পর এই প্রথম পূর্ব বর্ধমানের কালনা মহকুমা জোড়া পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছে। পদ্মশ্রী পাওয়ার তালিকায় জ্যোতিষ দেবনাথ ও রবিলাল টুডুর নাম প্রকাশ করা হয়েছে। জ্যোতিষবাবু তাঁতশিল্পে অনবদ্য অবদানের জন্য ও রবিলালবাবু সাঁওতালি সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন। সোমবার দু’জনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ। ছোটবেলাতেই বাবার কাছে তাঁতের শাড়ি তৈরিতে তাঁর হাতেখড়ি হয়। পরিশ্রম ও হাতের দক্ষতায় খুব অল্প সময়ে তাঁতশিল্পে ভালো কারিগর হয়ে ওঠেন তিনি। ২০১০ সালে ন্যাশানাল অ্যাওয়ার্ড ও ২০১৮ সালে তিনি হ্যান্ডলুমের উপর সন্ত কবীর অ্যাওয়ার্ড পান। তাঁর হাতে তৈরি আড়াই মিটার শাড়ির ওজন হয় মাত্র ৬ গ্রাম। তাঁর তৈরি শাড়ি, ওড়না দেশ ছাড়িয়ে ইংল্যান্ড, আমেরিকা, জাপান প্রভৃতি দেশে পাড়ি দিয়েছে। এবার তিনি পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। এই সংবাদে খুশি তাঁর স্ত্রী যুথিকাদেবী ও পুত্র-কন্যারা। বর্তমানে তিনি ১০০-র বেশি পুরুষ ও মহিলা তাঁতশিল্পীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কালনা দত্তদ্বারিয়াটন ও গোদা গ্রামে দু’টি ক্লাসটারের মাধ্যমে প্রত্যেকে ভালো রোজগার করছেন।জ্যোতিষবাবু বলেন, তাঁতশিল্পের কদর রয়েছে। তবে, সুক্ষ্ম নজর, ধৈর্য্য ও অধ্যাবসায় দরকার। সরকার নানাভাবে উদ্যোগ নিয়েছে। আশা করি, নতুন প্রজন্মের তাঁতশিল্পের প্রতি আগ্রহ বাড়বে। এই সম্মানে আমি অভিভূত।অন্যদিকে, কালনা-২ ব্লকের নোয়াড়া গ্রামের বাসিন্দা বছর ৭৬-র প্রবীণ রবিলাল টুডুও এবার সাঁওতালি সাহিত্য চর্চায় পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। তিনি সাঁওতালি ভাষায় একাধিক নাটক, সাহিত্য রচনা করেছেন। পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার আলোয় আনতে নাটকের মধ্যে দিয়ে তাঁর প্রয়াস প্রসংশিত হয়। তিনি সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্গবিভুষণ সম্মান পেয়েছেন। এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তাঁর বাড়িতে ঢোকার মুখে আদিবাসী সমাজের ব্যক্তিত্বদের মূর্তি স্থাপন করেছেন নিজের উদ্যোগে।রবিলালবাবু বলেন, আদবাসীদের মধ্যে শিক্ষার যত প্রসার ঘটবে, আদিবাসীরা তত দ্রুত এগিয়ে যাবে। তারজন্য সবার আগে আদিবাসীদের সন্তানদের শিক্ষার আলোয় আনতে হবে। সঠিক গাইডের মধ্যে উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্গবিভুষণ সম্মান পেয়েছি। পদ্মশ্রী সম্মান পাচ্ছি, এই খবরে প্রথমে অবাক হয়ে যাই। খুব ভালো লাগছে।স্বপনবাবু বলেন, অনেকে বলেন বাংলার তাঁতশিল্প পিছিয়ে পড়ছে। তা ঠিক নয়। জ্যোতিষবাবুর তাঁতশিল্পের অবদানের জন্য পদ্মশ্রী সম্মান, সেটাই প্রমাণ করে। ভালো তাঁতশিল্পীদের কদর অতীতেও ছিল, আজও রয়েছে। তন্তুজ ভালোমানের তাঁতের শাড়ি সরাসরি শিল্পীদের থেকে কিনছে। এছাড়াও রবিলাল টুডুর আদিবাসী সাঁওতালি ভাষায় অনবদ্য অবদানের জন্য তিনিও পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। আমরা দু’জনের জন্য গর্বিত।