• ডায়মন্ডহারবারের সেবাশ্রয়ের মডেলে এবার হাওড়ার জগৎবল্লভপুরে মেগা হেলথ ক্যাম্প
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয়কে মডেল করে এবার হাওড়ার জগৎবল্লভপুর ব্লকে হতে চলেছে সেবাশ্রয় হেলথ ক্যাম্প। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সদরের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জগৎবল্লভপুর বিধানসভার রাজাপুর এলাকায় এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের মাধ্যমে ১৭টি গ্রাম পঞ্চায়েতের কয়েক লক্ষ সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা পাবেন। পাশাপাশি সেবাশ্রয় দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের ভিত্তি মজবুত করতে চাইছে তৃণমূল।রবিবার জগতবল্লভপুর বিধানসভার রাজাপুর এলাকায় সেবাশ্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব তৃণমূলের জেলা সদরের সভাপতি কৈলাস মিশ্র এবং জগৎবল্লভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চট্টোপাধ্যায়। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়। পাশাপাশি এদিন থেকেই বিধানসভার অন্তর্গত ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার গাড়ি পাঠানো হয়, যাতে সাধারণ মানুষকে এই সেবাশ্রয় কর্মসূচি সম্পর্কে অবগত করা যায়। জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি থেকে প্রতিটি পঞ্চায়েত এলাকায় একটি করে হেলথ হেল্প ক্যাম্প বসানো হবে। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁদের যাবতীয় শারীরিক সমস্যা নিয়ে উপস্থিত হতে পারবেন। প্রাথমিকভাবে রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করার পর প্রয়োজন অনুযায়ী তাঁদের রাজাপুরে সেবাশ্রয় মেগা ক্যাম্পে পাঠানো হবে।এই মেগা ক্যাম্পে শিশু ও প্রসূতি চিকিৎসা, হার্ট, নেফ্রো, নিউরো, ইএনটি, জেনারেল মেডিসিন সহ বিভিন্ন বিভাগের মোট ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। তাঁরা রোগীদের পরীক্ষা করে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। কোনও রোগীর ক্ষেত্রে যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেখান থেকেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁদের নামী সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। জেলা সদর তৃণমূলের যুব সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘শুধু জগৎবল্লভপুর বিধানসভা নয়, হাওড়া সদর ও হুগলি জেলার বাসিন্দারাও চাইলে এখানে চিকিৎসার জন্য আসতে পারবেন। সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ। আগামী দিনে অন্যান্য বিধানসভা এলাকাতেও সেবাশ্রয় কর্মসূচির আয়োজন করা হবে।’‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন নম্বরে হাওড়া গ্রামীণ থেকে বহু বাসিন্দা সেবাশ্রয়ের মতো ক্যাম্প আয়োজনের আরজি জানিয়েছিলেন। এরপরেই সেবাশ্রয় মডেলকে অনুসরণ করে জেলা তৃণমূল। সেবাশ্রয়ের উপর ভিত্তি করে বিধানসভা নির্বাচনের আগে  গ্রামীণ এলাকায় জনসংযোগে বাড়তি মাইলেজ পাবে তৃণমূল।
  • Link to this news (বর্তমান)