• ফোন করলে শুনানি কেন্দ্রে পৌঁছতে সাহায্য ভোটারদের, নতুন উদ্যোগ দেগঙ্গা তৃণমূলের
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর চালু হওয়ার পর সাধারণ মানুষকে যাতে কোনো ভোগান্তির মুখে পড়তে না হয়, সেই লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার শুনানি নিয়ে নতুন উদ্যোগ নিল তারা। এসআইআরের শুনানি কেন্দ্রে পৌঁছতে যাতে কারও অসুবিধা না হয়, সেই লক্ষ্যে শুক্রবার অঞ্চলভিত্তিক হেল্পলাইন নম্বর চালু করা হল। ওই নম্বরে ফোন করলেই তৃণমূলের নেতাকর্মীরা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাঁকে বিনামূল্যে শুনানি কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। প্রবীণ বা অসুস্থদের ক্ষেত্রে এই উদ্যোগ ইতিমধ্যেই স্বস্তি এনে দিয়েছে বলে মত এলাকাবাসীদের।এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে তৃণমূল। প্রতিটি এলাকায় ক্যাম্প করে মানুষকে ‘অভয়’ দিচ্ছে তারা। রাজ্যজুড়ে শুনানি কেন্দ্রের পাশে বুথ করে ভোটারদের সহায়তাও করছেন ঘাসফুলের নেতাকর্মীরা। এদিকে, যতদিন যাচ্ছে, তত শুনানি নিয়ে নতুন নতুন নিয়ম আনছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে আগেই ব্লকের বিভিন্ন এলাকায় চালু করা হয়েছে একাধিক হেল্প ডেস্ক। সেখানে এসআইআর সংক্রান্ত তথ্য দেওয়ার পাশাপাশি শুনানি কেন্দ্র সংক্রান্ত দিকনির্দেশ, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সহায়তা করা হচ্ছে। শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য পানীয় জল ও হালকা খাবারও দিচ্ছে তারা। কোথাও কোনো অসুস্থ ব্যক্তি থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দিকেও নজর রাখা হচ্ছে। এবার এই হেল্পলাইনের ব্যবস্থা করল দেগঙ্গা ব্লক তৃণমূল।স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ব্লক তৃণমূলের এই হেল্পলাইন অভিনব। বিশেষ করে যাঁরা একা চলতে পারেন না বা শারীরিকভাবে দুর্বল, তাঁদের জন্য এই পরিষেবা খুব কাজে দেবে। এনিয়ে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ বলেন, ব্লকের ন’টি পঞ্চায়েতেই আমরা হেল্পলাইন চালু করেছি। মানুষ তাদের কোনো কাগজের সমস্যা, বা অসুবিধার কথা জানালে আমরা ব্যবস্থা নিচ্ছি। যোগাযোগের জন্য ৪০টি অটো ভাড়া করা হয়েছে। পাশাপাশি অসুস্থদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। আমাদের মূল উদ্যেশ্য মানুষের পাশে দাঁড়ানো। ইতিমধ্যেই অনেকে সংশ্লিষ্ট হেল্পলাইনে ফোন করে বিভিন্ন বিষয়ে আমাদের জানিয়েছেন। অনেকে আবার পঞ্চায়েত থেকে কাগজ আনার বিষয়টি জানাচ্ছেন। সহরকমভাবে আমরা সাহায্য করার চেষ্টা করছি। আর সম্পূর্ণটাই বিনামূল্যে।
  • Link to this news (বর্তমান)