• ভাটপাড়ায় যুবককে মারধর শুরু রাজনৈতিক চাপানউতোর
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ায় আক্রান্ত হলেন এক যুবক। সোমবার রাতে তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আক্রান্তের নাম রাজকুমার যাদব। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত যুবক বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।আক্রান্ত রাজ কুমারের দাবি, স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে তাঁকে মারধর করা হয়েছে। তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বিজেপি কর্মীর দাবি, কয়েকদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। সামনে পেয়ে মারধর করা হল। বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডের দাবি, তাঁর উপর হামলার ঘটনায় এনআইএ যে তদন্ত করছে, সেই মামলার অন্যতম সাক্ষী রাজ কুমার। সে যাতে সাক্ষী দিতে না পারে, সেই কারণে খুনের চেষ্টা হয়েছে। অভিযোগের তির ভাটপাড়া পুরসভার এক চেয়ারম্যান পারিষদের দিকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাটাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, এটা খুবই ছোটো ব্যাপার। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি অযথা রাজনীতির রং লাগাচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)