• সার্টিফিকেট দিতে ছুটির দিনেও খোলা থাকবে পঞ্চায়েত অফিস
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এসআইআর-এর শেষ পর্বে সার্টিফিকেট পেতে বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ছুটির দিনও খোলা থাকবে। শনি ও রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামী ১৫ তারিখ পর্যন্ত টানা অফিস খোলা থাকবে।মঙ্গলবার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতে সমস্ত বিএলএ টু এবং দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ পার্থ ভৌমিক। ছিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে, কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিএলএ টুদের পার্থ ভৌমিক বলেন, যাঁদের শুনানিতে ডাকা হয়েছে, তাঁদের বাড়ি গিয়ে জানতে হবে, নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে কি না। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কারো নাম যাতে বাদ না যায় তা দেখতে হবে। কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী জানান, আমরা ছুটির দিন পঞ্চায়েত ভবন খোলা রাখছি। যাঁদের শুনানিতে ডাকা হচ্ছে সেই তালিকাও আমরা টাঙিয়ে দিচ্ছি।বারাকপুর লোকসভা কেন্দ্রের পুরসভাগুলিতে ছুটি বাতিল না হলেও তাদের চেয়ারম্যান বা কাউন্সিলারদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সব রকম নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমরা পুরসভায় থাকি, সব সময় সাহায্য করি। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী জানিয়েছেন, সাধারণ ভোটারদের সবরকম সহযোগিতা করা হচ্ছে। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, আমরা ছুটি বাতিল করিনি, তবে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)