নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পঙ্কজ দাসকে মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত যুবকরা মদ্যপ ছিল বলে অভিযোগ। সোমবার রাতে দলীয় কার্যালয় থেকে অটো করে বাড়ি ফিরছিলেন পঙ্কজ। গারুলিয়ার সোদলাপুকুর রোড এলাকায় পিছন থেকে একটি বাইকে চেপে তিনজন এসে সজোরে ধাক্কা মারে অটোটিকে। মদ্যপ তিন যুবক আচমকা মারধর শুরু করে ওই অটো চালককে। ঘটনার প্রতিবাদ করেন কাউন্সিলার। তাঁর অভিযোগ, তারপর আরো কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে চড়াও হয় কাউন্সিলারের উপর। এলোপাতাড়ি মারধর করা হয় কাউন্সিলারকে। মুখে, বুকে, হাতে চোট লাগে। পঙ্কজবাবু ঘটনস্থল থেকে নোয়াপাড়া থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। নোয়াপাড়া থানার পুলিশ সবদিক তদন্ত করে দেখছে। পঙ্কজ দাস বলেন, আমি ভাবতেই পারছি না অটো চালককে মারধর করার প্রতিবাদ করতে গিয়ে এইভাবে মার খেতে হবে। বিজেপি নেতা কুন্দন সিং বলেন, এই ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।