• আবাস যোজনায় ঘর মেলেনি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাঁচা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন জন
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • অপোক্ত, কাঁচা বাড়ি ভেঙে পড়ে দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির তিন সদস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর পূর্ব ব্রাহ্মণপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে পিনাকী ভট্টাচার্য নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী সোমা ভট্টাচার্য এবং এক সন্তানকে নিয়ে থাকতেন। মঙ্গলবার সকালে সেই বাড়িরই একাংশ ভেঙে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় নাম থাকলেও তাঁরা সরকারি সুবিধা পাননি।

    স্থানীয় সূত্রের খবর, ইটের উপরে কাদামাটি আর দরমার বেড়া দিয়ে তৈরি বাড়িতে থাকতেন পিনাকী এবং তাঁর পরিবার। ২০১৮ সাল থেকে আবাস যোজনায় নাম রয়েছে পিনাকীর। কিছুদিন আগে সরকারের তরফে বাড়ি পরিদর্শনের জন্য যাওয়া হয়। পরিদর্শনের পরে পিনাকীর বাড়িটি পাকা বাড়ি বলে দেখিয়ে আবাস তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই মঙ্গলবার আচমকা ভেঙে পড়ে বাড়িটি। সেই সময়ে বাড়ির মধ্যেই ছিলেন পরিবারের সদস্যরা। কোনওরকমে সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন তাঁরা।

    মাথার উপরের আশ্রয় হারিয়ে এখন আতান্তরে পড়েছেন বাসিন্দারা। পিনাকীর স্ত্রী সোমা জানিয়েছেন, এখন কোনওরকমে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন তাঁরা। কিন্তু বেশিদিন ভাড়ার টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বলেই জানিয়েছেন তিনি। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আবেদন করেছেন তিনি।

    এ বিষয়ে সোনারপুর–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন সরদার পিনাকী ভট্টাচার্যকে প্রকৃত উপভোক্তা বলে স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নতুন করে পিনাকীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)