সোনামুখীর BJP বিধায়ক দিবাকর ঘরামীর উপর হামলার ঘটনায় এ বার পাল্টা পথে নামল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ। বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে সোনামুখীর নফরডাঙ্গায় পথ অবরোধ করল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ। একই সঙ্গে বিধায়কের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও জানান অবরোধকারীরা।
বুধবারও বরফের পুরু চাদরে ঢাকা জম্মু ও কাশ্মীর। কোটরাঙ্কা সাব-ডিভিশন ও পিরপাঞ্জালে রেঞ্জে চলছে তুষারপাত।