• সংসদে বাজেট অধিবেশন, সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, সিঙ্গুরে মমতা, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • এ দিন রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর ভাষণ দিয়েই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভার সাংসদদের একত্রে সম্বোধন করবেন তিনি। ২ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে। দু’টি পর্যায়ে ভাগ করা হয়েছে বাজেট অধিবেশন। প্রথম পর্যায় চলবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্যায় শুরু হবে ৯ মার্চ, শেষ হবে ২ এপ্রিল।

    সুপ্রিম কোর্টে এ দিন উঠবে বাংলার SIR সংক্রান্ত মামলা। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে এ বার সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুর ১টায় সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। ওই মঞ্চ থেকে একাধিক শিলান্যাসের পাশাপাশি রাজনৈতিক বার্তাও দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

    সিরিজ় জেতা হয়ে গিয়েছে। এ বার চতুর্থ T-20 তে নিয়মরক্ষার ম্যাচে নামছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে খেলতে নামছে ভারত। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)