• ‘মিথ্যা অপবাদে’ মেয়ের উপর অত্যাচার গ্রামবাসীদের, অভিযোগ জানিয়ে আত্মঘাতী বাবা
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • প্রকাশ্যেই হেনস্থা করা হয়েছে মেয়ে বলে অভিযোগ। ‘মিথ্যা অপবাদে’ মেয়ের উপর নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ। গ্রামবাসীদের বিরুদ্ধে এই অভিযোগ করে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। মেয়ের প্রতি গ্রামবাসীদের গঞ্জনা সহ্য করতে না পেরেই এই চরম পদক্ষেপ করেছেন তিনি বলেও পরিবারের দাবি। ওডিশার ভদ্রক জেলার ঘটনা। অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে ভদ্রকের বনসাসা থানার চাঁদাবালির চাড্ডিয়া গ্রামে। মৃতের নাম লম্বোদর তরাই (৫৫)। রবিবার তিনি বিষ খান। পরে মৃত্যু হয় তাঁর।

    পুলিশ জানিয়েছে, এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন মৃতের মেয়ে। অভিযোগ, প্রকাশ্যেই হেনস্থা এবং লাঞ্ছনা করা হয়েছিল মেয়েকে। এই অপমান সহ্য করতে না পেরেই বিষ খান লম্বোদর।

    সূত্রের খবর, গ্রামে কেউ মদ বিক্রি করতে পারবেন না বলে গত বছর ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নিয়েছিলেন বাসিন্দারা। তবে স্থানীয় স্ব-সহায়ক দলের একাধিক সদস্যের অভিযোগ, গ্রামবাসীরা নিষেধ করার পরেও অবৈধ ভাবে এবং বেআইনি মদ বিক্রি করছিলেন লম্বোদরের মেয়ে। এই দাবি করে ওই মেয়েকে গ্রামের মাঝখানে নিয়ে গিয়ে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ।

    অভিযোগ, গ্রামেই ‘বিচারসভা’ বসান বাসিন্দারা। বেআইনি ভাবে মদ বিক্রি করায় তাঁকে ৩০ হাজার টাকা জিরমানা করাও হয়। তবে মেয়েটি মাত্র ১০ হাজার টাকা জোগাড় করতে পারেন। তাঁর অভিযোগ, মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে হেনস্থা করা হয়। তাঁকে উদ্দেশ্য করে অশালীন কথা বলা হয়। এই টিটকারি এবং গঞ্জনা সহ্য করতে পারেননি তাঁর বাবা।

    মঙ্গলবার, ভদ্রকের অতিরিক্ত পুলিশ সুপার অরূপ অভিষেক বেহেরা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চাঁদবালির এসডিপিওকে। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)