ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ে একটি চার্টাড ফ্লাইট। সেই বিমানেই ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তাঁর সঙ্গে ছিলেন দেহরক্ষী, এক মহিলা সহকর্মী-সহ দুই পাইলট। DGCA সূত্রে খবর, বিমানে থাকা পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।
উপমুখ্যমন্ত্রীর বিমানের দুর্ঘটনা কারণ কী , সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক সূত্রে যান্ত্রিক ত্রুটির তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, ভেঙে পড়ার আগে এক বার অবতরণের চেষ্টা করেছিল বিমানটি। সেটি ব্যর্থ হওয়ায় ইমারজেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চেয়েছিলেন পাইলট। এমনকি, পাইলট ‘মে ডে কল’-ও করেন বলে একটি সূত্রের দাবি। এর পরেই বিমানটি বারামতি বিমানবন্দরের কাছের পাহাড়ি এলাকায় মুখ থুবড়ে পড়ে। বিমানের সামনের অংশে সে সময়ে আগুন লেগে গিয়েছিল বলে খবর। মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় প্রায় সম্পূর্ণ বিমানটি। দুর্ঘটনার কারণ জানতে বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে চলছে তল্লাশি।
ফ্লাইট রেডারের তথ্য বলছে, ভেঙে পড়ার আগে ২৬০০ ফুট উঁচুতে ছিল বিমানটি। হঠাৎই উচ্চতা কমে আসে বিমানের। সেই সময়ে বিমানের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৩ কিমি।
বিস্তারিত আসছে...