বুধবার সাতসকালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মহারাষ্ট্রের বারামতিতে ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। অবতরণের সময়েই বিমানটি ভেঙে পড়ে বলে খবর। ওই প্রাইভেট বিমানে এনসিপি নেতার সঙ্গে ছিলেন আরও ছয় জন। বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন ধরে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। PTI সূত্রে খবর, বিমান দুর্ঘটনায় ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, জেলা পরিষদ নির্বাচনের প্রচারের জন্য বুধবার সকালে মুম্বই থেকে বিমানে বারামতি রওনা হয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। ল্যান্ডিংয়ের সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তার জেরে পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান ও বিমানটি ভেঙে পড়ে। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত, তাঁর কয়েকজন কর্মী ও নিরাপত্তা রক্ষী। তাঁরাও জখম হয়েছেন। ৬৬ বছর বয়সি নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, বিমানটি ভেঙে পড়ার সময়েই তাতে আগুন ধরে গিয়েছিল।
এদিন বারামতিতে তিনটি জনসভা ছিল অজিত পাওয়ারের। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচন উপলক্ষে প্রচার করতেই বারামতিতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী। বারামতি বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। পাহাড়ি এলাকায় বিমানটি ক্র্যাশ করায় সাহায্য পৌঁছতেও সময় লাগে বলে দাবি।