• সাতসকালে ফের ব্লু লাইন মেট্রো পরিষেবায় হোঁচট, দক্ষিণেশ্বরে সিগন্যালিং সমস্যা
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • পুরোনো রোগেই জর্জরিত কলকাতা মেট্রো। সিগন্যালিং সমস্যার জেরে দিনের শুরুতেই মেট্রোর ব্লু লাইনে সমস্যা। দক্ষিণেশ্বরের কাছে লাইনে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি। তার জেরে প্রায় ঘণ্টা দুয়েক দক্ষিণেশ্বর স্টেশন থেকে বন্ধ ছিল পরিষেবা। ফলে সাতসকালেই ভোগান্তির শিকার মেট্রোর নিত্যযাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, সকালে এই সমস্যা জেরে বাতিল হয়ে যায় দুটি মেট্রো। যদিও কর্তৃপক্ষের তরফে এ সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

    মেট্রো সূত্রে খবর, এ দিন সকালে ভাঙা পথে সচল রাখা হয়েছিল পরিষেবা। সিগন্যালিং সমস্যার জেরে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালানো সম্ভব না হলেও বরানগর থেকে ব্রিজি পর্যন্ত সচল ছিল মেট্রো। আপ ও ডাউন দুই লাইনেই দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সিগন্যালিং সমস্যার ক্রুটি সারাতে দ্রুত সেখানে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় চলে মেরামতির কাজ। প্রায় ঘণ্টা দুই এমন পরিস্থিতি চলার পর সমস্যা মেটে। মেট্রো সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয় ব্লু লাইনে পরিষেবা বর্তমানে স্বাভাবিক।

    মেট্রো যাত্রীদের অভিযোগ, ব্লু লাইনে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি এখন নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাতসকালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরতে এসে সমস্যায় পড়েন অনেকেই। হুগলি ও শহরের উত্তর প্রাপ্ত থেকে আসা বহু মানুষ দ্রুত দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতে পৌঁছতে এই মেট্রো রুটের উপরেই নির্ভরশীল। ফলে সকালবেলাই কর্মস্থলে পৌঁছতে সমস্যার মুখে পড়েন বহু যাত্রী।

  • Link to this news (এই সময়)