• ভোটের মুখে হঠাত্‍ সব জেলায় অবজার্ভার দিল নবান্ন, কেন?
    আজ তক | ২৮ জানুয়ারি ২০২৬
  • বিধানসভা ভোটের আগে আজ সিঙ্গুর থেকেই রাজ্য সরকারের একের পর এক মেগা প্রকল্পের সূচনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর মাধ্যমে রাজ্যবাসীকে বড়সড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তাও দিতে চলেছেন তিনি। তার আগে নবান্ন ২৩ জন প্রশাসনিক কর্তাদের জেলায় জেলায় ঘোরার দায়িত্ব দিল।  নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের তদারকিতেই এই শীর্ষ প্রশাসনিক কর্তাদের নতুন করে দায়িত্ব বণ্টন করা হচ্ছে।

    ২৩টি জেলায় আধিকারিক
    ২৩টি জেলায় সমসংখ্যক সিনিয়র আধিকারিক নিয়োগ করল নবান্ন। মঙ্গলবার প্রকাশিত সেই নির্দেশিকায় বলা হয়েছে, এই আধিকারিকেরা সরকারের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখবেন জেলায় জেলায় গিয়ে। সমন্বয় করবেন জেলাশাসকদের সঙ্গেও।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ তদারকির জন্য সময়ে সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় শীর্ষ আধিকারিকদের পাঠানো হয়। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসেবে নতুন করে জেলা ও এলাকা ভাগ করে দেওয়া হল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকেরা তাঁদের নির্ধারিত এলাকায় মাঠে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলির গতি ও মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।  

    কোন জেলার দায়িত্বে কোন আধিকারিক-
    কলকাতা দক্ষিণে- রাজেশ কুমার সিনহা (IAS)
    দক্ষিণ ২৪ পরগনা- ওঙ্কার সিং মীনা (IAS)
    পশ্চিম বর্ধমান- বন্দনা যাদব (IAS)
    মুর্শিদাবাদ- পারভেজ আহমদ সিদ্দিকি (IAS)
    মালদহ- ছোটেন ডি লামা (IAS)
    কলকাতা উত্তর- সন্তনু বসু (IAS)
    নদিয়া- পি বি সেলিম (IAS)
    দার্জিলিং (শিলিগুড়ি বাদে) ও কালিম্পং- সৌমিত্র মোহন (IAS)
    বাঁকুড়া- পি মোহানগান্ধী (IAS)
    পুরুলিয়া- সঞ্জয় বনসল (IAS)
    পূর্ব বর্ধমান- শুভাঞ্জন দাস (IAS)
    হুগলি- অন্তরা আচার্য (IAS)
    হাওড়া- শরদকুমার দ্বিবেদী (IAS)
    উত্তর ২৪ পরগনা- পি উলগনাথন (IAS)
    ঝাড়গ্রাম- কৌশিক ভট্টাচার্য (IAS)
    পশ্চিম মেদিনীপুর- পবন কাদিয়ান (IAS)
    দার্জিলিং- শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র (IAS)
    দক্ষিণ দিনাজপুর- চৈতালি চক্রবর্তী (IAS)
    পূর্ব মেদিনীপুর- রজত নন্দা (IAS)
    কোচবিহার- বিধানচন্দ্র রায় (WBCS)
    বীরভূম- পূর্ণেন্দুকুমার মাঝি (WBCS)
    জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার- সুনীল আগরওয়াল (WBCS)
    উত্তর দিনাজপুর- তানভির আফজল (WBCS) 
  • Link to this news (আজ তক)