• একবার নয় বরং ৪ থেকে ৫টি বিস্ফোরণ হয় অজিত পাওয়ারের দুর্ঘটনাগ্রস্ত বিমানে, দাবি প্রত্যক্ষদর্শীদের
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • মুম্বই, ২৮ জানুয়ারি: সাত সকালেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। রানওয়েতে অবতরনের আগেই হঠাত্ নিচের দিকে নামতে থাকে বিমানটি। দু'বার উপরে উঠতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে রানওয়ের কাছাকাছি আসেতেই ১০০ ফুট গভীরে পড়ে যায় চার্টার্ড বিমানটি।প্রত্যক্ষদর্শীরা জানান, 'বিমানটি ভেঙে পড়ার আগে বিমানটিকে দেখেই বোঝা যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়বে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বিমানটিতে। এমনকি একটি নয় বরং ৪ থেকে ৫টি বিস্ফোরণ ঘটে সেই মুহূর্তে।' আরও জানান, 'ঘটনাস্থলের কাছাকাছি থাকা প্রায় সকলেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যাত্রীদের উদ্ধারকাজের জন্য এগিয়ে যাই কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে কোনও ভাবেই আমরা সাহায্য করতে পারিনি'।অজিত পাওয়ারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া রাজনীতি মহলে। তাঁর দলীয় কর্মী থেকে শুরু করে রাজনৈতিক সহকর্মী সবাই শোকপ্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করে লিখেছেন, ' মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বত্র সম্মানিত ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা'।শিবসেনার (উদ্ধব শিবিরের) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী জানান, 'অজিত পাওয়ার রাজ্যের জন্য অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ নেতা ছিলেন'।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গভীর শোকপ্রকাশ করেছেন এবং এই দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)