• অজিত পাওয়ারের অকাল প্রয়াণে আবেগঘন মোদী, শোকপ্রকাশ মমতা এবং অভিষেকের
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারামতির সাংসদ সুপ্রিয়া শোলে। বুধবার সকালে বারামতিতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৬ বছর বয়সি এই প্রবীণ নেতার।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর অকাল প্রয়াণকে অত্যন্ত বেদনাদায়ক এবং স্তম্ভিত হওয়ার মতো ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি X হ্যান্ডেল লিখেছেন, ‘অজিত পাওয়ার খুব ভালো জননেতা ছিলেন। তিনি সব সময় মহারাষ্ট্রের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। প্রশাসনিক বিষয়ে তাঁর অগাধ জ্ঞান সত্যিই প্রশংসনীয়। তাঁর অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি রইল সমবেদনা। ওম শান্তি।’

    অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি X হ্যান্ডেল লিখেছেন, ‘মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং NDA-র প্রবীণ নেতা অজিত পাওয়ারের অকাল প্রয়াণে আমি শোকাহত। গত সাড়ে তিন দশকে মহারাষ্ট্রের প্রতিটি স্তরের মানুষের কল্যাণে অজিত পাওয়ার নিজেকে যেভাবে উৎসর্গ করেছিলেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। যখনই আমাদের দেখা হতো, মহারাষ্ট্রের মানুষের উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করতেন। তাঁর চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি NDA পরিবারের জন্যও বড় ক্ষতি। আমি অজিত পাওয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি শান্তি শান্তি।’

    মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি X হ্যান্ডেল লিখেছেন, ‘অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত এবং শোকস্তব্ধ। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা বুধবার সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এটি অপূরণীয় ক্ষতি। অজিত পাওয়ারের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই ঘটনার সঠিক ও যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।’

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোকাহত অজিত পাওয়ার মৃত্যুতে। X হ্যান্ডেল তিনি লিখেছেন, ‘বারামতির বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার, সহকর্মী এবং অনুগামীদের সঙ্গে দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

    শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তিনি X হ্যান্ডেল পোস্ট করেছেন, ‘মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁর সহযাত্রীদের বিমান দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি মহারাষ্ট্রের জনগণের পাশে আছি। শোকের সময়ে পাওয়ার পরিবার এবং তাঁদের প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল।’ এ ছাড়াও শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক বলে জানিয়েছেন।

    বারামতির সাংসদ তথা NCP-SP নেত্রী সুপ্রিয়া শোলে গভীর ভাবে শোকাহত দাদা অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যুতে। তিনি হোয়াটসঅ্যাপে ‘Devastated’ (বিধ্বস্ত) স্ট্যাটাস দিয়েছেন।

    বুধবার সকালে পুনের বারামতিতে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার। এ দিনের ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ার-সহ মোট পাঁচজনের। বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে অজিত পাওয়ারের চাটার্ড ফ্লাইট। যার জেরেই ঘটে বিপত্তি।

  • Link to this news (এই সময়)