• সঞ্জয় গান্ধী থেকে বিজয় রুপানি, প্লেন ক্র‍্যাশেই মর্মান্তিক পরিণতি যে সব পলিটিশিয়ানের...
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। পুনের বারামতিতে ভেঙে পড়ে তাঁর বিমান। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। তাতেই মর্মান্তিক পরিণতি এনসিপি প্রেসিডেন্ট-সহ পাঁচ জনের। এই ঘটনা মনে করাচ্ছে ঠিক এক বছর আগের স্মৃতি। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির মৃত্যু। শুধু অজিত পাওয়ার, বিজয় রুপানিই নন, বিমান দুর্ঘটনায় রাজনীতিকদের মৃত্যুর তালিকায় রয়েছে একাধিক নাম।

    বিজয় রুপানি (২০২৫)

    ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রুপানি। বিজেপির সিনিয়র লিডার ছিলেন তিনি। আমেদাবাদের সর্দার বল্লভপাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ২০২৫ সালের ১২ জুন এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ টেকঅফের পরেই ভেঙে পড়ে। লন্ডনে যাচ্ছিল সেই বিমান। যাত্রী ছিলেন রুপানি। মৃত্যু হয় তাঁর।

    দোরজি খান্ডু (২০১১)

    অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন দোরজি খান্ডু। ২০১১ সালের ৩০ এপ্রিল তাওয়াং থেকে ইটানগরে যাওয়ার পথে ওয়েস্ট কামেনে ভেঙে পড়ে পবন হংস হেলিকপ্টার। সেই কপ্টারে ছিলেন দোরজি। চিনের সীমান্তের কাছে লুগুথাং থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

    ওয়াইএস রাজাশেখর রেড্ডি (২০০৯)

    অন্ধ্রপ্রদেশের ওয়াইএস রাজাশেখর রেড্ডি, যিনি পরিচিত ছিলেন YSR নামে। হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যু হয় তাঁরও। ২০০৯ সালের ২ সেপ্টেম্বর দুর্ঘটনা। YSR ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। হায়দরাবাদ থেকে চিত্তুর যাচ্ছিল Bell 430 হেলিকপ্টার। ভেঙে পড়ে কপ্টারটি। যার ধ্বংসাবশেষ মিলেছিল নাল্লামালায়।

    ওপি জিন্দল (২০০৫)

    শিল্পপতি ওপি জিন্দল ছিলেন হরিয়ানার মন্ত্রীও। উত্তরপ্রদেশের সাহারানপুরে ২০০৫ সালের মার্চ মাসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দিল্লি থেকে চণ্ডীগড়গামী হেলিকপ্টার টেকঅফের পরেই ভেঙে পড়ে। মৃত্যু হয় তাঁর। ২০০৫ সালের ৩১ মার্চের ঘটনা।

    সাইপ্রিয়ান সাংমা (২০০৪)

    মেঘালয়ের মন্ত্রী ছিলেন সি সাংমা। ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর গুয়াহাটি থেকে শিলংয়ে যাওয়ার পথে বরাপানি লেকের কাছে ভেঙে পড়ে পবন হংস হেলিকপ্টার। মৃত্যু হয় তাঁর।

    জিএমসি বালাযোগী (২০০২)

    গান্তি মোহন চন্দ্র বালাযোগী। তেলুগু দেশম পার্টির নেতা। লোকসভার স্পিকারও ছিলেন তিনি। ২০০২ সালের ৩ মার্চ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণায় Bell 206 হেলিকপ্টার ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার জন্য ভেঙে পড়েছিল কপ্টারটি। মৃত্যু হয় বালাযোগীর।

    মাধবরাও সিন্ধিয়া (২০০১)

    মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মাধবরাও সিন্ধিয়া। তাঁর মৃত্যুও আকাশপথেই হয়। ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মইনপুরীর কাছে ভেঙে পড়ে Beechcraft C90। দিল্লি থেকে কানপুর যাচ্ছিলেন তিনি। টেকঅফের পরেই ক্র্যাশ! তদন্তে উঠে আসে ইঞ্জিনের বিকল হওয়ার তত্ত্ব।

    সঞ্জয় গান্ধী (১৯৮০)

    ৩৩ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয়, রাজীব গান্ধীর ভাই। ১৯৮০ সালের ২৩ জুন। শোনা যায়, সেই দিন ককপিটে বসেছিলেন সঞ্জয় নিজে। নিয়ন্ত্রণ হারিয়ে সেই বিমান ধাক্কা খায় একটি গাছে। ভেঙে পড়ে বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ও তাঁর সঙ্গী ক্যাপ্টেন সুভাষ সাক্সেনার।

  • Link to this news (এই সময়)