• ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৩৫ লক্ষ গেল প্রাক্তন ভিসির
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • এই সময়: প্রতারকদের খপ্পরে পড়ে বিপুল অর্থ খোয়ালেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোকরঞ্জন ঠাকুর। সল্টলেকের বাসিন্দা বছর সাতাত্তরের ওই অধ্যাপকের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়েছে প্রতারকরা। জানুয়ারির প্রথম দু’সপ্তাহ ধরে কার্যত ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে তাঁর থেকে টাকা আদায় করা হয় বলে অভিযোগ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা নিজেদের ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধিকারিক পরিচয় দিয়ে ফোন করেন। আন্তর্জাতিক মানব পাচার ও সাইবার অপরাধ–চক্রে যুক্ত এক জনের সঙ্গে নাম জড়িয়েছে—এমন অভিযোগ তুলে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ভয় দেখানো হয় অধ্যাপক ঠাকুরকে। এমনকী সুপ্রিম কোর্টের নাম করে ভুয়ো নোটিসও পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত নিজের অবস্থান জানাতে বাধ্য করা হয় তাঁকে। স্ত্রীকে সঙ্গে রেখে স্ক্রিন শেয়ার করতেও বলা হয়।

    তদন্তকারীদের দাবি, ‘ভেরিফিকেশন’-এর নামে স্থায়ী আমানত ভেঙে দু’টি সংস্থার অ্যাকাউন্টে আরটিজিএস মারফত মোট ৩৫ লক্ষ টাকা পাঠাতে বাধ্য করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রতারকদের ব্যবহৃত ফোন নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে টাকা উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের বক্তব্য, ভুয়ো আধিকারিক সেজে ভয় দেখিয়ে অর্থ আদায়ের এই প্রবণতা ক্রমেই বাড়ছে। ফলে সতর্ক থাকাটা খুব জরুরি।

  • Link to this news (এই সময়)