আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের আগে বিজেপিতে বড় ধাক্কা। বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। খগেন মুর্মুর প্রথম স্ত্রী অরুণা মার্ডি বুধবার যোগ দেন তৃণমূলে। বুধবার কলকাতার তৃণমূল কংগ্রেস ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বিরবাহা হাঁসদার উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। তৃণমূলের দলীয় পতাকা এদিন হাতে তুলে নেন অরুণা।
মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিকে, আদিবাদী সম্প্রদায়ের মহিলাদের উন্নয়নের জন্য খগেনের প্রথম স্ত্রী অরুণা এবার থেকে তৃণমূলের হয়ে কাজ করবেন। সেই কথাই জানা গিয়েছে।
বুধবার দুপুরে তৃণমূল ভবনে হাজির ছিলেন খগেনের প্রথম স্ত্রী অরুণা। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। অরুণার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী। দলে যোগ দিয়ে তিনি বলেন, ‘দিদির কাজ ভাল লাগে। আর সেজন্যই তৃণমূলে যোগ দিলাম। এতদিন সিপিএমের হয়ে কাজ করেছি। যদিও কোনও দায়িত্বে ছিলাম না। মহিলা সমিতির হয়ে কাজ করেছি। আবার বিজেপির হয়েও কাজ করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা যারা অবহেলিত, সুযোগসুবিধা থেকে বঞ্চিত, তাঁদের জন্য আমি কাজ করতে চাই। সেজন্যই তৃণমূলে যোগ দিলাম।’
খগেন মুর্মুর প্রসঙ্গ না তুলেই অরুণা বলেন, ‘সবারই নিজস্ব মত থাকে। উনি বিজেপিতে রয়েছেন। সিপিএম থেকেই তো গিয়েছেন। নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে বলতে পারি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাজ ভাল লাগে। এবার নিজের মনের ইচ্ছামতো কাজ করতে পারব।’ এরপরই অরুণা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। জানান, কখনও ইচ্ছা হলে হয়ত খগেনও দলবদল করতে পারেন।
এদিকে, দিল্লি যাত্রা স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার।
বুধবার সিঙ্গুরে জনসভা করেন মমতা। আগেই জানা ছিল, সিঙ্গুরের সভা শেষ করে মমতা দিল্লি যাবেন। বাংলায় এসআইআর নিয়ে গত কয়েকমাসে যা ঘটেছে, সেই পরিস্থিতিতে মমতার এই দিল্লি সফর ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ। কিন্তু বুধবার সকালে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল। শোকজ্ঞাপন করেছেন মমতাও। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা। যদিও জানা গিয়েছে, বৃহস্পতিবার তিনি দিল্লি যেতে পারেন।