• ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনার দাবি মমতার, 'দিদি কথা রেখেছেন'; বললেন দেব
    আজ তক | ২৮ জানুয়ারি ২০২৬
  • ভোটের আগে সিঙ্গুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে সভামঞ্চে দাঁড়িয়ে দেব জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তাঁর লড়াই নতুন নয়। সাংসদ হিসেবে সংসদে একবার নয়, বারবার এই প্রকল্পের কথা তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান দেব। কিন্তু তাঁর অভিযোগ, একাধিকবার আশ্বাস মিললেও শেষ পর্যন্ত কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেনি কেন্দ্র। এরপরেই রাজ্য সরকার নিজেই এর বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

    দেব জানান, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর ২০২৫ সালের রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনিক সভার মঞ্চ থেকে প্রকল্পের সূচনা সেই ধারাবাহিকতারই প্রমাণ, জানান দেব।

    দেবের কথায়, এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের স্বপ্ন, দীর্ঘদিনের অপেক্ষা ও লড়াই। অতীতে অনেকেই এই প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন, কিন্তু কেউ তা পূরণ করেননি বলে অভিযোগ করেন তিনি। দেবের বক্তব্য, একজনই কথা রেখেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।

    দেব বলেন, 'আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ। কিছু একটা বললেই ট্রোলিং শুরু হয়ে যায়। এর আগে আমি একটা জায়গায় বলেছিলাম যে তৃণমূল ২৫০টি আসন জিতবে। তাই নিয়ে অনেক ট্রোলিং শুরু হয়ে যায়।কিন্তু আপনারাই বলুন, যে সরকার প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে, সেই সরকারের প্রতি মানুষের আস্থা থাকাটাই স্বাভাবিক।' সেই আস্থাই নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হবে বলে আশাবাদী তিনি।

    দেব জানান, ঘাটালই তাঁর বাড়ি, মামারবাড়ি ও গ্রাম। বলেন, 'আমার জেঠু সিপিএম করতেন।' বাম আমলে ঘাটাল মাস্টারপ্ল্যানের ফাইল দফতরের টেবিল থেকে টেবিলে ঘুরলেও কখনও স্যাংশন হয়নি বলে অভিযোগ করেন দেব।  

    ভোটমুখী বাংলায় সিঙ্গুরের সভা থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের সূচনা যে মুখ্যমন্ত্রীর বড় মাস্টারস্ট্রোক, তা বলাই বাহুল্য। ভোটবাক্সে এর কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।  
  • Link to this news (আজ তক)