• তুষারধসে নিমেষেই সমাধি জম্মু ও কাশ্মীরের সোনমার্গের একাংশ!
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • শ্রীনগর, ২৮ জানুয়ারি: ভয়ঙ্কর তুষারধসে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের গান্ধারবল জেলার সোনমার্গ। নিমেষের মধ্যেই তুষারে ঢেকে গেল বাড়িঘর থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি। এমনই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেইটি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।মঙ্গলবার রাত ঠিক ১০টা ১২ মিনিটে প্রবল তুষারধস নমে আসে সোনমার্গের প়র্যটন এলাকায়। এই তুষারধসের জেরে আশপাশের বাড়িঘর, হোটেল ও কয়েকটি যানবাহন সাদা বরফের চাদরে ঢেকে যায়। সিসি ক্যামেরা  ফুটেজে দেখা যায়, তুষারধসের ফলে মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় বরফের মোটা আস্তরণে পরিণত হয়। ধসের তীব্রতা অত্যন্ত বেশি হলেও, স্বস্তির বিষয় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।  টানা তুষারপাতের জেরে গত সোমবারই উপত্যকার বিভিন্ন এলাকায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছিল। বন্ধ রয়েছে একাধিক স্কুল কলেজ। জনজীবন কার্যত বিপর্যস্ত।   
  • Link to this news (বর্তমান)