শুধুমাত্র অজিত পাওয়ার নন! ভারতের বহু রাজনৈতিক নেতা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, রইল তালিকা
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
মুম্বই, ২৮ জানুয়ারি: বুধবার সাত সকালেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আর এই সংবাদে শোকস্তব্ধ গোটা দেশ। মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে প্রাইভেট বিমানটি। এই দুর্ঘটনায় অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এমনটাই জানিয়েছে ডিজিসিএ। অবতরণের সময় ওই এলাকায় ঘন কুয়াশা থাকায় দ়ৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্ত রিপোর্টে।তবে অজিত পাওয়ারই নন, ভারতবর্ষের ইতিহাসে এমন বহু রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন যাঁরা বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন, তাঁদের মধ্য আছেন:গুরনাম সিং (১৯৭৩): পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুরনাম সিং ১৯৭৩ সালের ৩১ মে দিল্লিতে বিমান দুর্ঘটনায় প্রয়াত হন।সঞ্জয় গান্ধী (১৯৮০): ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী ১৯৮০ সালের জরুরি অবস্থার সময় মাত্র ৩৩ বছর বয়সে বিমান দুর্ঘটনায় মারা যান। উল্লেখ্য বিষয় দুই আসন বিশিষ্ট বিমানটির চালক হিসাবে ছিলেন খোদ সঞ্জয় গান্ধী। সফদরজং বিমানবন্দরের কাছে পরীক্ষণমূলক উড়ানের সময়ই ভেঙে পড়ে বিমানটি।মাধবরাও সিন্ধিয়া (২০০১): কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে যাওয়ার সময় তাঁর চার্টার্ড বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানের সকল যাত্রী নিহত হন।জিএমসি বালাযোগী (২০০২): অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় মাঝ আকাশে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে, তৎকালীন লোকসভার স্পিকার এবং তেলুগু দেশম পার্টির প্রবীণ নেতা জিএমসি বালাযোগী হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন। ওপি জিন্দাল এবং সুরেন্দর সিং (২০০৫): ২০০৫ সালের ৩১ মার্চ উত্তর প্রদেশের সাহারানপুরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় শিল্পপতি ও হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী ওপি জিন্দাল এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং প্রয়াত হন।ওয়াইএস রাজশেখর রেড্ডি (২০০৯): অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডি ২০০৯ সালের ২ সেপ্টেম্বর নাল্লামালা পাহাড়ে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।ডর্জে খান্ডু (২০১১): অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ডর্জে খান্ডু ২০১১ সালের ৩ মার্চ কপ্টার দুর্ঘটনায় মারা যান। ভারত-চীন সীমান্তের কাছে তাঁর পবন হংস হেলিকপ্টার পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে।বিজয় রুপানি (২০২৫): গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ভারতের ইতিহাসে ঘটে যাওয়া আমেদাবাদে ভয়ঙ্করতম এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় মারা যান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় বিমানটি। বিজয় রুপানি সহ ২৪১ জন মারা যান এই দুর্ঘটনায়।