অজিত পাওয়ারের বিমানের চালক কারা ছিলেন? সামনে এল সেই তথ্য
বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
মুম্বই, ২৮ জানুয়ারি: আজ থেকে ঠিক ২ বছর আগে অজিত পাওয়ার নারী শক্তির প্রশংসা করেছিলেন। সেই সময় তাঁর এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, 'যখন আমরা কোনও কপ্টার বা বিমানে যাতায়াত করি আর যদি সেইটি নিরাপদে আবতরণ করে তাহলে জানতে হবে সেই বিমানের চালক কোনও মহিলা ছিলেন'। তাই কি মহিলা বিমান চালিকাকেই নিরাপদ মনে করতেন অজিত পাওয়ার? কারণ আজ দু্র্ঘটনাগ্রস্ত বিমানে চালকের আসনে ছিলেন একজন মহিলা চালক যাঁর নাম সম্ভাবী পাঠক। আর তার সঙ্গে ছিলেন পুরুষ চালক সুমিত কাপুর।ক্যাপ্টেন সম্ভাবী পাঠক ছিলেন একজন সেনা অফিসারের মেয়ে। তিনি এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে পড়াশোনা শেষ করে মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্স, আ্যভিয়েশন এবং অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট আকাডেমিতে প্রশিক্ষণ নেন।অপরদিকে ক্যাপ্টেন সুমিত কাপুর ছিলেন সম্ভাবী পাঠকের তুলনায় আরও অভিজ্ঞ। তিনি বিমানের উড়ান এবং অবতরণ সহ নানান বিষয়ে ক্রুদের নেতৃত্ব দিতেন। ভিএসআর আ্যভিয়েশনের শীর্ষ আধিকারিক ভিকে সিং জানিয়েছেন, সুমিত কাপুরের ১৬০০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে যেখানে সম্ভাবী পাঠকের ১৫০০ ঘণ্টার অভিজ্ঞতা ছিল। তিনি আরও জানান দু'জনই তাঁর কাছে নিজের পরিবারের মতো ছিল। সুমিত কাপুর ছিল খুব কাছের বন্ধু আর সম্ভাবী নিজের মেয়ের সমান'।