• এসআইআরের শুনানিতে যেতেই পুরনো ‘শত্রু’দের হাতে খুন যুবক, চাঞ্চল্য হাওড়ার শ্যামপুরে
    বর্তমান | ২৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার জেরে থানায় মামলা দায়ের হয়েছিল। আর তারপরেই পুলিশের ভয়ে গ্রাম ছাড়া ছিলেন শেখ আসগর(৪২)। কিন্তু এসআইআর শুনানিতে নি়জের গ্রামে ফিরে আসতেই পুরনো ‘শত্রু’দের হাতেই খুন হলেন হাওড়ার শ্যামপুরের ওই যুবক। তিনি গোপনে গ্রামে এসেছিলেন এসআইআর শুনানিতে। কিন্তু খবর পেতেই, শুনানি কেন্দ্রে যাওয়ার পথেই আসগরকে তার ‘শত্রু’রা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে। এমনটাই অভিযোগ। এই ঘটনায় যুক্ত তার প্রতিবেশীরাই। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ৭ জনের নামে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শেখ আসগরের নামে শ্যামপুর থানায় একটি মামলা ছিল। ওই প্রতিবেশীরাই সেই মামলা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর সেই ঘটনার পর থেকেই আসগর শ্যামপুর থেকে পালিয়ে কুলগাছিয়ায় লুকিয়ে ছিল। সাম্প্রতি তার এসআইআরের শুনানিতে ডাক পড়তেই গতকাল, মঙ্গলবার বরদাবার পঞ্চায়েত অফিসে এসে উপস্থিত হয়। সেই সুযোগেই শুনানি কেন্দ্র থেকে বেলা ১টা নাগাদ শেখ সাদ্দাম, শেখ সাবির সহ বেশ কয়েকজন আসগরকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত অবস্থায় শেখ আসগরকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যেতেই, সেখানে মৃত্যু হয় তার। ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
  • Link to this news (বর্তমান)