নিজস্ব প্রতিনিধি, হুগলি: বাম জমানার অবসান ঘটিয়ে ২০১১ সালে রাজ্যে ক্ষমতাতে এসেছিল তৃণমূল কংগ্রেস। আন্দোলন, বাম শাসনের অত্যাচার ও অনুন্নয়নের বিষয়কে সামনে রেখে টানা প্রতিবাদ দেখাতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক আন্দোলনের সাক্ষী থেকেছিল রাজ্য। যার মধ্যে উল্লেখযোগ্য সিঙ্গুর আন্দোলন। আর আজ, বুধবার সেই সিঙ্গুর থেকেই কেন্দ্রের শাসকদল বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিলেন বিজেপিকে বাংলা জয় করতে দেবেন না তিনি। আর এসআইআরের মাধ্যমে রাজ্য থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার কমিশনের চক্রান্তকেও ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী। তাই বিজেপি ও নির্বাচন কমিশনকে এদিন সিঙ্গুরের মাটি থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা।এদিন তিনি বলেন, ‘আজ নয়, কাল যাবই। আপনারা মানুষের অধিকার কাড়বেন। হতে দেব না। দরকারে আমি কোর্টে যাব। আমাদের এক বিধায়ক বলছিল, মুসলিম বলে ডেকে পাঠিয়েছে। শশীকে ডেকেছে। জয় গোস্বামীকে ডেকেছে। লুটেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি। ছেড়ে দেব না। চলবে না অন্যায়। অপেক্ষা কর। বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি যায়। পদবি পালটে যায়। তাই বলে এসআইআরে ডাকবে। আমাকে জেলে ভর, গুলি কর, আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে দিলে মা-বোনেরা জবাব দেবে। কৃষকরা জবাব দেবে। ওরা ঔদ্ধত্য দেখাচ্ছে। অহঙ্কার দেখাচ্ছে। সব অহঙ্কার ভেঙে চূর্ণবিচূর্ণ করব। শুধু আপনারা পাশে থাকুন। সুস্থ থাকুন।’ আজ, সিঙ্গুর থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা। বাংলার বাড়ি প্রকল্পের মোট ৩২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠান তিনি। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস করেন তিনি। কৃষকদের শস্যবিমার টাকাও পাঠান মুখ্যমন্ত্রী।