• DNA টেস্টের জন্য ছেলের ডাক পড়েছে, আনন্দপুরের অগ্নিকাণ্ডের পরে খোঁজ নেই পাঁশকুড়ার বাসুদেবের
    এই সময় | ২৮ জানুয়ারি ২০২৬
  • রবিবার রাতে আগুন লাগে আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনে। দু’রাত কেটে যাওয়ার পরেও এখনও খোঁজ নেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসুদেব বেরার। খোঁজ নেই বাসুদেবের মতোই আরও ১৮-২০ জনের। এর মধ্যে পাঁশকুড়ারই ৫-৬ জন আছেন। যেমন চকগৌরাঙ্গ গ্রামের পঞ্চাশোর্ধ্ব বাসুদেব বেরা।

    এক সময়ে মুম্বইয়ে কাজ করতেন বাসুদেব। সেখান থেকে পাঁশকুড়ায় ফিরে আসেন, ফুলের কাজ শুরু করেন আনন্দপুরে। সেখানেই থাকেন। এখন অনুষ্ঠানের মরশুম। ফলে কাজের চাপও বেশি। ২০ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। ২৫ জানুয়ারি রাতে যে অগ্নিকাণ্ড ঘটে, তার পর থেকে খোঁজ নেই বাসুদেবের।

    বাড়ির লোকেরা জানান, বাসুদেবের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোন সুইচড অফ বলছে। তাতেই চিন্তা বাড়ছে। স্ত্রী, বৌমা, মেয়ে, বাড়ির লোকজনের চোখে ঘুম নেই। নাওয়া-খাওয়া ভুলেছেন তাঁরা। বাসুদেবের ছেলে কলকাতায়, ডিএনএ টেস্টের জন্য ডেকে পাঠানো হয়েছে।

    মেয়ে সবিতা গায়েন, ছেলের বৌ সুষমা আদক বেরারা অপেক্ষায়— আবারও বটবৃক্ষের ছায়া ফিরবে পরিবারে। এখন অপেক্ষা, কলকাতা থেকে কী খবর আসে।

  • Link to this news (এই সময়)