• ভরসন্ধ্যায় সোনার দোকানের সামনে বোমাবাজি, পাঁচ মিনিটে সব লুট করে পালাল ডাকাত দল
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • ভরসন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। রীতিমতো বোমাবাজি করে পাঁচ মিনিটের মধ্যে সব লুটে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার বীরভূমের কীর্ণাহারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দিশাহারা দোকানের মালিক। এখনও যেন ঘোর কাটছে না তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কীর্ণাহার বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি সোনার দোকান। তখন সবে সন্ধ্যা হচ্ছে। এলাকায় লোকজনও ভালোই ছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তখনই একটি গাড়ি বাস স্ট্যান্ডের সামনে এসে থামে। হুড়মুড়িয়ে নেমে আসে ৫ জনের একটি দল। দোকানে ঢুকে যায় দু’জন। বাইরে দাঁড়ায় তিন জন। তার পরেই শুরু হয় আসল খেলা।

    দোকানের ভিতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট শুরু করে দুষ্কৃতীরা। বাইরে পাহারায় থাকা বাকি তিন জন তখন বোমাবাজি শুরু করে। যাতে ধারে কাছে কেউ ঘেঁষতে না পারে। মিনিট পাঁচেকের মধ্যে লুটপাট শেষ করে পালিয়ে যায় তারা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

    আকস্মিক এই ঘটনায় কার্যত হতভম্ব হয়ে যান সোনার দোকানের মালিক বাপ্পা কর্মকার। কোনও রকমে তিনি বললেন, ‘দোকানে তিন জন ছিলাম। আমাদের আটকে রেখে সব লুটপাট করে পালাল দুষ্কৃতীরা।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখেন বোলপুরের SDPO রিকি আগরওয়াল। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।’

  • Link to this news (এই সময়)