বৈঠকের জন্য মমতাকে সময় দিল নির্বাচন কমিশন, অভিষেকদের সঙ্গে যাবেন 'মৃত' ভোটাররাও?
আজ তক | ২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সময় পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রতিনিধি দল যাবেন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে যাওয়ার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অভিষেক ছাড়াও তাঁর সঙ্গে থাকতে পারেন দলের একাধিক সাংসদও। তবে কে কে যাবেন তা এখনও ঠিক হয়নি। সূত্রের এও দাবি, রাজ্যের শাসকদল তাদের প্রতিনিধি দলের সঙ্গে নিয়ে যেতে পারে 'SIR আতঙ্কে মৃতদের' পরিবারের কয়েকজন সদস্যকে।
পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে তৃণমূল নেতৃত্ব। এই প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, অনেকে মারা গিয়েছেন বলেও দাবি করেছে ঘাসফুল শিবির। সেই সব বিষয় নিয়ে কমিশনের সদর দফতরে আজ বুধবারই যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সিঙ্গুরের সভা থেকে তিনি জানান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর জেরে তিনি আজ যাননি।
সূত্রের খবর, নির্বাচন কমিশন জানিয়েছে, তৃণমূল কংগ্রেস সোমবারের বৈঠকে ১৫ জন প্রতিনিধিকে নিয়ে যেতে পারবে। SIR প্রক্রিয়া নিয়ে সেখানে বৈঠক হবে। সূত্রের খবর, বেঁচে থাকা সত্ত্বেও SIR-এ যাঁদের 'মৃত' বলে দেখানো হয়েছে, তেমনই কয়েকজনকে কমিশনের সামনে হাজির করানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের শাসকদলের।
প্রসঙ্গত, আগেই SIR নিয়ে একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের দাবি, সেই সব চিঠির উত্তর তিনি পাননি। তারপরই একাধিক সভা থেকে দিল্লিতে কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।