মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনিতে অবস্থিত ক্রেতা সুরক্ষা দপ্তরে এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, এসআইআরের অতিরিক্ত কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। বিকাশ বালাপাড়া তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক হিসেবে কর্মরত। এসআইআরের আওতায় ফর্ম বিতরণ, পূরণ, আপলোড ও শুনানিসংক্রান্ত কাজ করতে গিয়ে দিনের পর দিন রাত জেগে কাজ করতে হয়েছে বলে পরিবারের দাবি।
হাসপাতালে তাঁর ভাই মৃণাল জানান, দীর্ঘদিনের মানসিক ও শারীরিক চাপে দাদার স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে পরিবার দ্রুত হাসপাতালে পৌঁছয়। সদর বিডিও মিহির কর্মকার বলেন, অসুস্থ বিএলওকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা ও শারীরিক ক্লান্তি থেকে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে, অবস্থার উন্নতি হলে ছাড়া হবে বলে জানা গিয়েছে। জেলার প্রশাসন কর্মীদের স্বাস্থ্য ও কাজের চাপ নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন।