বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গের ১৫ আইএএস-আইপিএস পর্যবেক্ষক হবেন, বৈঠকে ডেকে পাঠাল কমিশন
আনন্দবাজার | ২৮ জানুয়ারি ২০২৬
১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস-কে সরাসরি আসন্ন পাঁচ বিধানসভা ভোটের কেন্দ্রীয় পর্যবেক্ষক (সেন্ট্রাল অবজার্ভার) হিসাবে নিয়োগের মিটিংয়ে ডাকল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, এর আগে একাধিক বার নাম চাওয়া হয়েছিল। নবান্ন নাম না দেওয়ায় সরাসরি পদক্ষেপ করা হয়েছে। ১৫ জনের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার নামও।
চলতি বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক (এবং পুলিশ পর্যবেক্ষক) হিসাবে কাজ করার জন্য ওই ১৫ জন আইএএস-আইপিএস-কে ডেকেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়ে এ বিষয়ে অবহিত করেছেন কমিশনের আন্ডার সেক্রেটারি এমএল মীনা। চিঠিতে জানানো হয়েছে, আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে ওই বৈঠক এবং ভোট পর্যবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে।
দিল্লির দ্বারকায় ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমেক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’-এ আয়োজিত দু’দিনের ওই বৈঠকে তলব করা আইএএস-আইপিএসরা গরহাজির হলে তাঁদের বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে’ পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে চিঠিতে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাঠানো ওই চিঠিটি ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের সিইও-কে। সেই সঙ্গে ইমেল মারফত ওই ১৫ আধিকারিককে বৈঠকে যোগদানের নিশ্চয়তা সংক্রান্ত বার্তা পাঠাতে বলা হয়েছে। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, এর কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিয়োগের জন্য রাজ্যের কাছে একাধিক বার নাম চাওয়া হয়েছিল। কিন্তু নবান্ন নাম না দেওয়ায় এ বার সরাসরি পদক্ষেপ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের ওই আইএএস-আইপিএস-দের ভিন্রাজ্যের বিধানসভা ভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে।