• সামশেরগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ
    এই সময় | ২৯ জানুয়ারি ২০২৬
  • মুর্শিদাবাদে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাঁর দেহ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায়। জাতীয় সড়কের পাশে এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাহুল বিশ্বাস (৩৪)। তাঁর বাড়ি সামসেরগঞ্জের তারবাগান এলাকায়। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। আগে পাতার ব্যবসা করতেন রাহুল। সম্প্রতি জাতীয় সড়কের পাশে হোটেল খুলেছিলেন তিনি।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, হোটেলে বসে ছিলেন রাহুল। সেই সময়েই হঠাৎ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী সেখানে ঢুকে রাহুলকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি করে। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয় সেখানে। ভয়ে সেখান থেকে সরে যান তাঁরা। এরই সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এর পরেই সেখানে লোকজন তড়িঘড়ি রাহুলকে নিয়ে যান স্থানীয় একটি নার্সিংহোমে। তাঁর অবস্থার অবনতি থাকায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের।

    এই ঘটনার পরেই সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় আসেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এখনও পর্যন্ত খুনের আসল কারণ জানা যায়নি। খুনের নেপথ্যে কী কারণ আছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এসডিপিও। ওই দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)