ডিব্রুগড়: বিধানসভা ভোট কড়া নাড়ছে অসমে। ক্ষমতায় আসার লক্ষ্যে মেরুকরণের অস্ত্রে শান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। অসমের বাঙালি মুসলিমদের তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। তাঁর দাবি, রাজ্যে ভোটার তালিকা থেকে চার থেকে পাঁচ লক্ষ ‘মিঞা’র নাম বাদ দেওয়া হবে। তিনসুকিয়া জেলার ডিগবয়ে হিমন্তর বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেধেছে। তিনি বলেন, বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মুসলিম ভোটারদের বিরুদ্ধে ৭ নম্বর ফর্ম (নাম বাদের আবেদন) জমা দিতে। অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘মিঞাদের প্রতি পদে সমস্যায় ফেলুন। যদি ৫ টাকা রিকশ ভাড়া হয়, তবে ওঁদের ৪ টাকা দিন। যাতে তাঁরা অসম ছেড়ে চলে যান।’ হিমন্তের এই বক্তব্যে সমালোচনার ঝড় অসমের রাজনীতিতে।মুখ্যমন্ত্রীর এধরনের বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা আমন ওয়াদুদের আক্রমণ, হিমন্তর আমলে অসমে সাংবিধানিক অধিকার লোপ পেয়েছে। সরব হয়েছেন আর এক বিরোধী দল অসম রাইজোরের সভাপতি অখিল গগৈও। তাঁর কটাক্ষ, কেবলমাত্র বাঙালি মুসলমানদের চাপে রাখার জন্য হিমন্তকে মুখ্যমন্ত্রী বানায়নি অসমের জনতা।