• মুম্বইয়ে চার লেনের উড়ালপুল মাঝপথে হয়ে গেল দুই লেনের
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • মুম্বই: ছিল চার লেনের। আচমকাই হয়ে গেল দুই লেনের। এমন দৃশ্যই দেখা গিয়েছে মুম্বইয়ের মীরা ভায়ান্দর এলাকার একটি নবনির্মিত উড়ালপুলে। বিজেপি জোট শাসিত মহারাষ্ট্রের এমন উড়ালপুলের ছবি ও ভিডিয়ো ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কিছু দিন পরেই উড়ালপুলটি উদ্বোধনের কথা। যেটি আন্ধ্রেরি পশ্চিম থেকে মীরা ভায়ান্দরকে যুক্ত করেছে। ফ্লাইওভারের এমন নকশার পিছনে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটিকে (এমএমআরডিএ) কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাসিন্দারা। চার লেনের উড়ালপুল হঠাৎ দুই লেনের হয়ে যাওয়ায় নিত্যযাত্রীদের নিরাপত্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন নাগরিকরা।ডি দেশাই লিখেছেন, উদ্বোধনের আগেই উড়ালপুলটি বন্ধ করে দেওয়া উচিত। আবার কেউ ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এনিয়ে স্পষ্ট কোনও যুক্তি দিতে পারেনি এমএমআরডিএ। তাদের বক্তব্য, এব্যাপারে গাড়ি চালকদের সতর্ক করে সাইন বোর্ড, ক্র্যাশ ব্যারিয়ার সহ বিভিন্ন নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের সঙ্গে  বৈঠক হয়েছে।   বিতর্কিত উড়ালপুল। ছবি সমাজমাধ্যম।
  • Link to this news (বর্তমান)