লিয়ারজেটের একই মডেলের বিমান আগেও পড়েছে দুর্ঘটনার কবলে
বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
মু্ম্বই ও হায়দরাবাদ: লিয়ারজেট ৪৫ এক্সআর। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পর থেকেই চর্চায় এই বিশেষ মডেলের বিমান। ভিএসআর এভিয়েশন নামে দিল্লির একটি সংস্থা চার্টার্ড পরিষেবার জন্য এই মডেলের বিমান ব্যবহার করে থাকে। আর এদিনের দুর্ঘটনার পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এবারই প্রথম নয়, এর আগেও ভিএসআর এভিয়েশনের অন্য একটি লিয়ারজেট ৪৫ এক্সআর বিমান দুর্ঘটনায় পড়েছিল। সেবারও ঘটনাস্থল ছিল মহারাষ্ট্র। জানা যাচ্ছে, ২০২৩ সালে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই চার্টার্ড বিমানটি। রানওয়ে থেকে ছিটকে যায় সেটি। যার জেরে বিমানটির কাঠামোর ব্যাপক ক্ষতি হয়। বিমানটির মূল অংশটি দু’টুকরো হয়ে যায়। যদিও সেবার কোনো যাত্রীর মৃত্যু হয়নি। রেজিস্ট্রেশন নম্বর আলাদা হলেও, তিন বছরের মধ্যে একই সংস্থার অধীন একই মডেলের বিমান দুর্ঘটনায় পড়ল। বিশেষজ্ঞদের মতে, সংস্থাটি তাদের অধীনস্থ বিমানের রক্ষণাবেক্ষণ, পাইলটদের প্রশিক্ষণ সহ অন্যান্য নিয়মগুলি ঠিকমতো মেনে চলছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে, পরীক্ষার আগেই কোনো একটি বিশেষ মডেলের বিমানকে ‘দুর্ঘটনাপ্রবণ’ বলে দেওয়া উচিত নয় বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।অজিত পাওয়ারের বিমানটি কেন ভেঙে পড়ল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)। সংস্থাটির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, তাঁদের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখবেন। এছাড়া দুর্ঘটনাগ্রস্ত বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। সেগুলির তথ্য বিশ্লেষণের কাজও শুরু হবে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন বারামতীর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই ছিল। তারপরও বিমানটির হঠাত্ ভেঙে পড়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দুটি রেকর্ডারের তথ্য বিশ্লেষণ করে সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছেন এএআইবির ওই কর্তা।তবে লিয়ারজেট ৪৫ এক্সআর নিয়ে যে সব প্রশ্ন উঠছে, তা মানতে নারাজ ভিএসআর এভিয়েশনের মালিক ভি কে সিং। তিনি জানিয়েছেন, এদিন যে বিমানটি ভেঙে পড়েছে, সেটির সমস্ত রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে হয়েছে। বিমানটির কোনো টেকনিক্যাল সমস্যাই ছিল না। ভিএসআর এভিয়েশন মোট সাতটি লিয়ারজেট মডেলের বিমান পরিচালনা করে। দুর্ঘটনার পর অন্য বিমানগুলিকেও বসিয়ে দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন ভি কে সিং। তাঁর বক্তব্য, ‘প্রত্যেকটি বিমান উড়ানের জন্য ফিট। সেগুলিকে কেন বসিয়ে রাখব?’ বিশ্বজুড়েই লিয়ারজেট ‘ভরসাযোগ্য বিমান’ হিসাবে পরিচিত।