• মমতার সুরেই বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি বিরোধীদের, রাজনীতি নয়: শারদ
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: অজিত পাওয়ারের বিমান কীভাবে ভেঙে পড়ল, তা জানার জন্য সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য সংস্থার তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মমতার সুরে বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন অন্য বিরোধী নেতারাও। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘সব নেতাদেরই গুরুত্বপূর্ণ কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়। কিছুদিন আগে আমেদাবাদে বড়ো বিমান ভেঙে পড়ল। এবার ছোটো বিমান। কেন এমন ঘটল? এই ঘটনার তদন্ত হওয়া অবশ্যই দরকার।’ খাড়্গে জানান, অজিত সাধারণ মানুষের জন্য কাজ করতেন। তাঁর অকাল প্রয়াণে সকলেই শোক পাবেন।’ একই দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও।মমতার পাশে দাঁড়িয়েছেন সমাজবাদীর প্রধান অখিলেশ যাদবও। তিনি বলেন, ‘অজিত বড়ো নেতা ছিলেন। মহারাষ্ট্রে জনপ্রিয়ও ছিলেন। উনি (মমতা) খুবই সঙ্গত দাবি জানিয়েছেন। এর আগেও একাধিক ভিআইপি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাই এসব দুর্ঘটনার পিছনে কারণ জানার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’ নবীন পট্টনায়েকের দল বিজেডিও বিমান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের পক্ষে সওয়াল করেছে। উদ্ধবপন্থী শিবসেনার সাংসদ অনিল দেশাই জানান, অজিত পাওয়ারের মৃত্যু মহারাষ্ট্রের জন্য বিরাট ক্ষতি। কিন্তু বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটছে। সকলেরই মনে প্রশ্ন যে, কেন এমন ঘটছে। তাই এর তদন্ত চাই।যদিও অজিতের মৃত্যুতে কোনো ষড়যন্ত্র নেই বলে জানিয়েছেন তাঁর কাকা শারদ পাওয়ার। ভাইপোর মৃত্যু নিয়ে রাজনীতি না করার আরজিও জানিয়েছেন তিনি। এদিন শারদ বলেন, ‘এটি নিছকই দুর্ঘটনা। এর মধ্যে কোনো রাজনীতি নেই। রাজ্যের বিরাট ক্ষতি হয়েছে, এটা পূরণ হওয়া সম্ভব নয়। দয়া করে এই দুর্ঘটনার রাজনীতিকরণ করবেন না।’ বিরোধীদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুও। তাঁর দাবি, পাওয়ার পরিবার যখন শোকে ডুবে রয়েছে, তখন নোংরা রাজনীতি খুবই দুর্ভাগ্যজনক। এর জন্য বিরোধীরা কিছুদিন অপেক্ষা করতে পারত বলেও কটাক্ষ করেছেন বিট্টু। কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দৃশ্যমানতা খুব কম ছিল।
  • Link to this news (বর্তমান)