• এনসিপির দায়িত্ব নেবেন কে? স্ত্রী সুনেত্রার নাম ঘিরে জল্পনা তুঙ্গে
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • মুম্বই: বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা রাজনৈতিক মহলে। একই সঙ্গে শুরু হয়েছে জল্পনাও, অজিতের দলের দায়িত্ব নেবেন কে? একাধিক বড় নেতা থাকলেও দলীয় সূত্রে খবর, অজিতের পর সংগঠনের দায়িত্ব পেতে পারেন তাঁর স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুনেত্রা পাওয়ার।মহারাষ্ট্রের ধারাশিবের একটি রাজনৈতিক পরিবারে জন্ম সুনেত্রা পাওয়ারের। তার বোন পদমসিন পাটিল সাংসদ ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী। ১৯৮৫ সালে বিয়ে হয় অজিত-সুনেত্রার। পাওয়ার পরিবারের বধূ হয়েও রাজনীতিতে কখনোই তেমন সক্রিয় ছিলেন না সুনেত্রা। তবে গত ২০২৪ সালে শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তিনি। সেই নির্বাচনে ননদের কাছে দেড় লক্ষ ভোটে হেরে যান তিনি। তবে মারাঠাওয়াড়া ও বারামতীতে ভালো জনসংযোগ রয়েছে সুনেত্রার। রাজনীতির পাশাপাশি সমাজ সেবী ও শিক্ষাবিদ হিসেবেও উল্লেখযোগ্য অজিত পাওয়ারের পত্নী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলে প্রফুল প্যাটেল, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিলের মতো নেতা থাকলেও আপাতত সুনেত্রাকেই নেত্রী নির্বাচন করা হবে। সেক্ষেত্রে বারামতীয় ভয়াবহ বিপর্যয়কে সামনে রেখে রাজনীতিতে খানিকটা অ্যাডভান্টেজ তুলতে পারবে অজিতের দল।
  • Link to this news (বর্তমান)