সমতলে টয় ট্রেনকে জনপ্রিয় করতে সুকনা মিউজিয়ামকে ঢেলে সাজানোর পরিকল্পনা
বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: হেরিটেজ টয় ট্রেনকে এবার সমতল শিলিগুড়িতে জনপ্রিয় করতে উদ্যোগী হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর। সেইমতো শিলিগুড়ি শহর লাগোয়া সুকনা রেল স্টেশনে থাকা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়ামটি নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। শিলিগুড়ি শহরের কাছে এই মিউজিয়ামকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের কাছে টয় ট্রেনকে ব্যাপকভাবে মেলে ধরা যায় সেই ভাবনায় কাজ করছে ডিএইচআর।টয় ট্রেনকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন কাটিহারের এনজেপি শাখার প্রাক্তন ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার তারকনাথ ভট্টাচার্য। স্বল্প মূল্যের টিকিট করে প্রায় ৩০ বছর আগে তিনিই প্রথম চালু করেছিলেন টয় ট্রেনের হলি ডে স্পেশাল। শনি ও রবিবার করে শিলিগুড়ি জংশন থেকে এই হলি ডে স্পেশাল সাধারণ মানুষের কাছে টয় ট্রেনকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছিল। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন স্কুল ছুটির দিনগুলিতে স্বল্পমূল্যে ভ্রমণের সুযোগ পেয়েছিল। সাফল্য পেলেও পরবর্তীতে বন্ধ হয়ে যায় হলি ডে স্পেশাল।ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, হলি ডে স্পেশাল মডেলে সাধারণ মানুষের কাছে টয় ট্রেনকে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার জন্য চিন্তাভাবনা শুরু হয়েছে। শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত টয় ট্রেনে বিশেষ পরিষেবা চালানোর প্রস্তাবও রয়েছে। যাতে স্বল্প সময়ের জন্য টয় ট্রেনে চড়ার পাশাপাশি সুকনা মিউজিয়াম দেখার টানে পর্যটকরা ভিড় করেন। এতে সাধারণ মানুষের মধ্যে টয় ট্রেন সহজে পৌঁছে যাবে। সমতলে টয় ট্রেনকে জনপ্রিয় করার এ ধরনের পরিকল্পনা বিভিন্ন মহল থেকে এসেছে। সেই মতো সুকনার ডিএইচআর মিউজিয়ামটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছে।ঘুম, কার্শিয়াংয়ের পর ২০০৫ সালে সুকনায় এই মিউজিয়াম চালু হয়। এখানে ডিএইচআরের ইতিহাস ও সংস্কৃতির ঐতিহাসিক স্মৃতি রযেছে। টয় ট্রেনের গল্পকে জীবন্ত করে তোলা ও গবেষণা করার জন্য দুষ্প্রাপ্য পুরনো ছবি এবং স্থানীয় রেলের ইতিহাসে সমৃদ্ধ এই মিউজিয়াম। শিলিগুড়ি শহরের কাছে থেকেও এমন ঐতিহাসিক ভ্রমণ কেন্দ্র সেভাবে জনপ্রিয় হতে পারেনি। এবার এই মিউজিয়ামকে কেন্দ্র করে সুকনা ও টয় ট্রেনকে জনপ্রিয় করার বিশেষ উদ্যোগ নিতে চলেছে ডিএইচআর।দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, বিশেষ পরিকল্পনায় আগামী মার্চ মাস থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সুকনা মিউজিয়াম সংস্কারের কাজ শুরু হবে। পাশাপাশি টয় ট্রেনের কিছু নতুন পরিষেবা চালু করার চিন্তাভাবনা চলছে। খুব শীঘ্রই তা বাস্তাবায়িত করা হবে। • নিজস্ব চিত্র।