মদের আসরে দাদার হাতে খুন ভাই, চাঞ্চল্য নাংডালা চা বাগানে
বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মদের আসরে দাদার হাতে ভাই খুন। ঘটনাটি ঘটেছে বীরপাড়া থানার নাংডালা চা বাগানের টিং লাইনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জলিয়াস কুজুর (৩২)। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দাদা রিমজস কুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় দুই ভাই বাড়িতে মদের আসর বসিয়েছিল। সেই আসরে বহিরাগত কেউ ছিল না। মদের নেশায় দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই সময় দাদা রিমজস একটি মোটা লাঠি দিয়ে ভাইকে বেধড়ক পেটায়। দাদার লাঠির মারে এক সময় ভাই জলিয়াস অচৈতন্য হয়ে পড়েন। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে অচৈতন্য হওয়ার পরই জলিয়াসের মৃত্যু হয়। এরপর অভিযুক্ত ভাইয়ের দেহটি বাড়ির পিছনে থাকা একটি ঝোপে পুঁতে দেয়।জানা গিয়েছে, ওই দুই যুবকের পরিবারে আর কেউ নেই। ফলে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করার কেউ ছিল না। কিন্তু জলিয়াসের গায়েব হওয়ার ঘটনা নজর এড়ায়নি স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজয় ওরাওঁয়ের। তিনিই মঙ্গলবার পুলিশকে এনিয়ে খবর দেন। অভিযোগ পেয়েই পুলিশ রিমজসকে আটক করে। এরপর শুরু হয় জেরা। পুলিশের দাবি, জেরায় ওই যুবক তার ভাইকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার কথা স্বীকার করেছে। তারপরেই এদিন রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় জলিয়াসের মৃতদেহ।বীরপাড়া থানার ওসি নয়ন দাস বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে বুধবার আদালতে তুলে পুলিশের হেপাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।