• ভোটের আগে দেওয়াল দখলের প্রতিযোগিতা পদ্ম ও জোড়াফুলের
    বর্তমান | ২৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভোটের দিনক্ষণ এখনও নিশ্চিত নয়। কিন্তু তার আগেই দেওয়াল দখল শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। কে কার আগে দেওয়াল দখল করবে, তার প্রতিযোগিতায় নেমেছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে আসরে বিজেপি-তৃণমূল দুই শিবিরই। তবে এ ব্যাপারে এখনও ময়দানে সেভাবে দেখা নেই কংগ্রেস এবং বামেদের। কয়েকদিন আগে পর্যন্ত যেসব দেওয়াল ছিল অপরিষ্কার, পলেস্তারা খসে পড়ছিল, রাতারাতি সেসব দেওয়াল সাদা রঙের ছোঁয়ায় চকচক করছে। কোথাও লেখা ‘সাইট ফর টিএমসি’, কোথাও আবার ‘সাইট ফর বিজেপি’। কোথাও কোথাও তারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষোদ্গার করে শুরু করেছেন দেওয়াল লিখনও।প্রত্যেকবার ভোটে বেশি মানুষজনের নজর কাড়বে এমন দেওয়াল পেতে মরিয়া হয়ে ওঠে রাজনৈতিক দলগুলি। কিছু জায়গায় দেওয়াল দখল অবশ্য নির্দিষ্টভাবে একটি রাজনৈতিক দলেরই হয়ে থাকে। তবে অনেক দেওয়াল পেতে রীতিমতো প্রতিযোগিতা চলে। এবারও দেওয়াল দখল করতে এখন শুরু হয়েছে তৎপরতা। জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, তৃণমূল বিগত কিছু দিন ধরে দেওয়াল চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে। সব ব্লকেই কাজ শুরু হয়েছে। ২৬ জানুয়ারি কালিয়াগঞ্জ শহরের তৃণমূল নেতৃত্ব দেওয়াল চিহ্নিতকরণের কর্মসূচি করে। জেলার অন্যান্য শহরাঞ্চলেও এই কর্মসূচি শুরু হয়েছে। অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, আমরা অনেকদিন আগে থেকেই দেওয়াল চিহ্নিতকরণ এবং দেওয়াল লিখন শুরু করেছি। হেমতাবাদ বিধানসভা এলাকায় ইতিমধ্যে দেওয়াল লিখন হয়েছে। এ প্রসঙ্গে সিপিএমের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আনওয়ারুল হক বলেন, আমরা এখনই দেওয়াল দখলের মতো কাজ করছি না। আগে থেকে কিছু দেওয়াল আমাদের দখল করা আছে। সেগুলিই রয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা তুষারকান্তি গুহ বলেন,এখনও দেওয়াল দখল নিয়ে কোনও কর্মসূচি আমাদের শুরু হয়নি।
  • Link to this news (বর্তমান)